সুজন মির্জা ,সিরাজগঞ্জ প্রতিনিধি :সকালে একটি গোয়েন্দা তথ্য আসে র্যাব-১২ এর হাতে। তথ্যানুযায়ী, উত্তরবঙ্গ থেকে সড়কপথে একটি বড় মাদকের চালান আসছে সিরাজগঞ্জের দিকে। সে অনুযায়ী দ্রুত প্রস্তুতি নিয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় যায় র্যাব-১২ এর অপারেশন টিম। কিন্তু ততোক্ষণে সে এলাকা অতিক্রম করতে সক্ষম হয় মাদক কারবারিরা। সাময়িক ব্যর্থতা দমাতে পারলো না র্যাব-১২ টিমকে। নতুন উদ্যমে কাজ শুরু হলো অপরাধীদের ধরতে। শুরু হলো চারদিকে খোজাখুজি। ততোক্ষণে দুপুর গড়িয়ে বিকেল। কোনোভাবেই খোঁজ মিলছিলো না কারবারিদের। হয়তো তারা অভিযানের বিষয়ে আঁচ করতে পেরে কোথাও লুকিয়ে থাকতে পারে। পূর্ব অভিজ্ঞতা থেকে আমরাও সেভাবেই চারদিকে তল্লাশি চালাচ্ছিলাম।
শেষে নতুন পরিকল্পনা অনুযায়ী র্যাব-১২ এর অপারেশন টিম সিদ্ধান্ত নিলো, সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় বসানো হবে অস্থায়ী চেকপোস্ট। এ সিদ্ধান্তের কারণ ছিলো, অপরাধীরা এরকম পরিস্থিতিতে সাধারণত মহাসড়ক পরিহার করে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সড়ক ব্যবহার করে থাকে।
স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে দূর্গাপূজার আয়োজন হবে: খাদ্যমন্ত্রী
পরিকল্পনা অনুযায়ী চলছিল র্যাব-১২ টিমের চেকপোস্ট কার্যক্রম। অবশেষে আসে সেই কাঙ্খিত ক্ষণ। একটি কাভার্ড ভ্যানকে থামানোর সংকেত দিলে দ্রুত পালানোর চেষ্টা। আর বুঝতে বাকি নেই কারা আসল কালপ্রিট। ধাওয়া করে ধরা হলো তাদের। গাড়ির চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল সব। এসময় গাড়ি থেকে উদ্ধার করা হয় ৪০ কেজি গাঁজা।
আবরার মৃত্যুতে পুরো দেশ শোকাহত: আদালত