DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না-মির্জা ফকরুল

Online Incharge
মে ৩১, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না-মির্জা ফখরুল

 

স্টাফ রিপোর্টারঃ

সরকার ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে বল প্রয়োগ করে ভিন্ন মত প্রকাশের অধিকার ক্ষুণ্ন করেছে, ক্ষুণ্ন করেছে ভোটের অধিকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কখনো গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আজ বুধবার (৩১মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

 

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে যেসব বক্তব্য দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন আওয়ামী লীগ বলছে যুক্তরাষ্ট্র তো অংশ গ্রহণ মূলক ভোটের কথা বলেনি। এতে তারা মজা পাচ্ছে। কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী গ্রহণযোগ্য নির্বাচন তখনই হবে, যখন তা অংশ গ্রহণ মূলক হবে।

 

ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও ডিইউজের সাবেক ও বর্তমান নেতারা।

 

মির্জা ফখরুল বলেন, এত দিন শুধু সরকারের দমন-পীড়নের শিকার ভুক্তভোগী সাংবাদিকরা কথা বলতেন, আর সাংবাদিকদের পক্ষে যতটুকু সম্ভব ছিল তা প্রকাশ করতেন। এখন সারা বিশ্ব বলছে বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশ করা ও কথা বলার সুযোগ নেই। এখন শুধু আমাদের বলতে হয় না। যাঁরা মুক্তমনা, তাঁরা সবাই বলছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭