DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৪শে এপ্রিল ২০২৪
ঢাকাবুধবার ২৪শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ইতিহাসে প্রথম কোরআনে হাফেজ ক্রিকেটার

DoinikAstha
মার্চ ১০, ২০২১ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :

এবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আ’ফগা’নিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ভা’রত যাচ্ছে। সফরে চারদিনের একটি ম্যাচে ও ৫টি ওয়ানডে ম্যাচে খেলবে টাইগাররা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আ’ফগা’ন যুবাদের বিপক্ষে সিরিজ খেলার জন্য ১৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে।

যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি এখনো। আর এই সফরের চূড়ান্ত এই দলে সুযোগ পেয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজে’লার চর নুরআহম’দ গ্রামের রফিকুল ইস’লামের ছে’লে কোরআনের হাফেজ মহিউদ্দিন তারেক। তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম কোরআনে হাফেজ ক্রিকেটার যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন!

এদিকে তারেক ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি ক্রিকেট’কে আপন করে নিয়েছিলেন। কোরআনে হাফেজ তারেক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পাঁচ বছর আগে ক্লাস সেভেনে ভর্তি হন। ইতোমধ্যে অনূর্ধ্ব ১৬, ১৭, ১৮ দলে খেলেছেন।

তারেক একজন পেস বোলার। তবে ব্যাটিং খুব ভালো করেন। সম্প্রতি ইয়ুথ টুর্নামেন্টে অলরাউন্ডার পারফরমেন্সের জন্য বিসিবি ঘোষিত ৪৫ জনের প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন তিনি।

তারেককে নিয়ে তার বড় ভাই মিজানুর রহমান রুমান বলেন, ‘ছোটবেলা থেকেই তারেকের ক্রিকে’টের প্রতি অনেক আগ্রহ ছিল। হাফেজি পড়ার পাশাপাশি নিয়মিত ক্রিকেট খেলতো। তারেক যে বছর কুরআনে হাফেজ হয়, ওই বছরই বিকেএসপিতে সুযোগ পায়। আমাদের স্বপ্ন জাতীয় দলে শায়েস্তাগঞ্জের প্রতিনিধিত্ব করবে সে।’

করোনা মহামা’রির কারণে অনূর্ধ্ব-১৯ দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল দেরিতে। প্রাথমিক দল নিয়ে বেশ কয়েকটি ক্যাম্পের পর অবশেষে মঙ্গলবার চূড়ান্ত করা হয়েছে স্কোয়াড। আ’ফগা’নিস্তানের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে ১৫ মা’র্চ দিল্লির নয়ডায় যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মূল স্কোয়াডে থাকা ১৬ ক্রিকেটার মঙ্গলবার মিরপুরের অ্যাকাডেমি ভবন ছেড়ে শেষ ধাপের প্রস্তুতি নিতে গেছেন বিকেএসপিতে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩