DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৪শে এপ্রিল ২০২৪
ঢাকাবুধবার ২৪শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ওআইসি’র প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে

News Editor
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ওআইসি’র প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে

আবুল ফয়েজঃ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি)র ৫ সদস্যের প্রতিনিধি দল। ২৮ ফেব্রুয়ারি (রোববার) বিকেল সাড়ে ৩টার দিকে ওআইসি’র সহকারী মহাসচিব ইউসেফ আল দোবেয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হেলিকপ্টারে যোগে কক্সবাজারের উখিয়ার মেগা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। এ সময় কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পের ৭৬ জন মাঝিদের সাথে কথা বলেন প্রতিনিধি দল।

ইউসেফ আল দোবেয়ার বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সব সময় আছে ওআইসি। ‘ওআইসি’ চায় রোহিঙ্গারা আত্মমর্যাদা ও সম্মানের সাথে মিয়ানমারে ফিরতে পারেন, সেজন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে বলেও জানান তিনি। তিনি বলেন, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এ যে মামলা চলছে ওই মামলায় রোহিঙ্গারা যাতে ন্যায় বিচার পান তার জন্য আইনি লড়াইয়ে সহযোগিতা করছে ওআইসি। মতবিনিময় কালে রোহিঙ্গা নেতারাও তাদের দু:খ, দুর্দশার কথা তুলে ধরেন।

অধিকার নিশ্চিত করে কেউ নিজেদের দেশে ফেরার কথা জানান। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৯সদস্য সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে রবিবার বিকালে প্রতিনিধি দলটি হেলিকপ্টার যোগে ভাসানচরে যান। সেখানে তারা কক্সবাজারের থেকে স্বেচ্ছায় ভাসানচরে স্থানান্তর রোহিঙ্গাদের সঙ্গে দেখা করে কথা বলেন। এরপর সেখান থেকে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে পরিদর্শনে উখিয়া পৌঁছেছেন তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩