DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪
ঢাকারবিবার ১৯শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কাউন্সিলর শিউলি নওশাদ ৬০ হাজার টাকায় ধর্ষণের বিচার করলেন

News Editor
অক্টোবর ৭, ২০২০ ৬:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়াটিয়া এক বিধবা নারীকে  (৩৫) একাধিক বার ধর্ষণে গ্রাম্য সালিশী করে ধর্ষক খোকাকে (৩০) ৬০ হাজার টাকা জরিমানা করেছে নারী কাউন্সিলর শিউলি নওশাদ।

গত ৫ অক্টোবর ২০২০ ইং তারিখে (সোমবার)রাতে দড়িসোনাকান্দা এলাকায় কাউন্সিলরের নিজ বাসভবনে বসে শালিশ করে বিচারে এ রায় ঘোষণা করেন।

জরিমানা টাকা এক মাসের মধ্যে পরিশোধের সময় নির্ধারণ করে ধর্ষিতার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রাখেন সালিশে উপস্তিত মাতববরা।

এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বন্দরের দড়িসোনাকান্দা এলাকার ৩ সন্তানের জননী বিধবা নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে বাড়িওয়ালার ছেলে খোকা মিয়া।

রোববার রাতে বিধবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে খোকা। ওই বিধবা নারী রাতেই ঘটনাটি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানান।

আবার সিলেট: ঘরে ঢুকে অস্ত্রের মুখে ধর্ষণ, গ্রেফতার দুই

বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করতে নাসিক ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি নওশাদের শরনাপন্ন হন ধর্ষক খোকা মিয়ার মা।

গত সোমবার রাতে নারী কাউন্সিলর শিউলি নওশাদের নিজ বাস ভবনে এক সালিশ বিচারের আয়োজন করা হয়। সালিশ বিচারে কাউন্সিলর শিউলি নওশাদ ধর্ষক খোকাকে ৬০ হাজার জরিমানা ধার্য করে রায় ঘোষণা করেন।

নোয়াখালীর সেই গৃহবধূকে অস্ত্রের মুখে একাধিকবার ধর্ষণ করে দেলোয়ার

ওই নারী জানান, এই বাড়িতে ভাড়া আসার পর থেকেই বাড়িওলার ছেলে খোকা আমাকে বিরক্ত করতো। এক পর্যায়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। বিয়ে নিয়ে তালবাহানা করায় শারীরিক সম্পর্ক বন্ধু থাকে।

রোববার রাতে জোর পূর্বক ধর্ষণ করে খোকা। বিষয়টি স্থানীয়ভাবে জানানো হয়। সোমবার রাতে কাউন্সিলর শিউলি আপার বাড়িতে বসে বিচার সালিশে ৬০ হাজার টাকা জরিমানা করে।

এক মাস পর টাকা দিলেও আমার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয় মাতববরা।এই ঘটনায় বিধবা নারীর প্রতি নারী কাউন্সিলর শিউলি নওশাদ ও সালাশীরা অনেক অন্যায় অবিচার করেছে ।

আরো পড়ুন :  মাদরাসা ছাত্রের ওপর শিক্ষকের এ কেমন বর্বরতা?

কাউন্সিলর শিউলি নওশাদ এর সাথে যোগাযোগ করা হলে বলেন, মোবাইল আপনার সঙ্গে এসব কথা বলা সম্ভব না। সাক্ষাতে কথা বলবো।

বন্দর থানার ওসি মো. ফখরুদ্দিন ভূঁইয়া বলেন , বিধবা ধর্ষণের ঘটনা আমার জানা নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৭
  • ৮:০০
  • ৫:১৬