DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৯শে এপ্রিল ২০২৪
ঢাকাশুক্রবার ১৯শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল উদ্ধার

Online Incharge
ফেব্রুয়ারি ১, ২০২৩ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে প্রবেশের সময় ইয়াকিন নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে বাধা দেন আওয়ামী লীগের প্রার্থীর লোকজন। এ সময় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ এসে উভয়কে ছত্রভঙ্গ করে দেয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে জেলা আদর্শ স্কুল মাঠ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে র‌্যাব।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা শহিদুজ্জামান বলেন, ভোট শুরুর পরপরই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। এছাড়া ইভিএমের যান্ত্রিক ত্রুটির কারণে ভোটগ্রহণ একটু দেরিতে শুরু হয়েছে।

আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটন ভোট দিতে এসে অভিযোগ করেন, ভোটগ্রহণের শুরুতেই আমার কর্মী সমর্থকদের ওপর হামলা হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, দু’পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। তবে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে এনেছি। ভোটকেন্দ্র থেকে সকাল সাড়ে ১০টার দিকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭