DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উ. কোরিয়া

Online Incharge
মার্চ ২৭, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উ. কোরিয়া

আস্থা ডেস্কঃ

 

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ মহড়াকে নিজের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে পিয়ংইয়ং। জবাবে জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া। একের পর এক অস্ত্র পরীক্ষা করে চলেছে দেশটি। ফলে নিজের যুদ্ধপ্রস্তুতিও ঝালিয়ে নিচ্ছে কিম জং উন। তারই অংশই হিসেবে আজ সোমবার (২৭মার্চ) স্থানীয় সময় সকাল ৮টায় একসঙ্গে দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। ( সূত্র-সিএনএন)।

 

সিএনএনের খবরে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলের সমুদ্রে মিসাইল দুটি নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। জাপানি কর্তৃপক্ষও দু’টি মিসাইল উৎক্ষেপণের কথা জানিয়েছে। দেশটি জানিয়েছে, এই মিসাইলগুলো ৫০ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠেছিল। আর এগুলো ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে টার্গেটে আঘাত হানে। মিসাইলগুলো এক দিক থেকে লঞ্চ হয়ে আকাশেই পথ পরিবর্তন করেছিল। এর অর্থ হচ্ছে, এই মিসাইলগুলো উৎক্ষেপণের পরেও নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার হোয়াংহাই প্রদেশ থেকে ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ করা হয়। জেএসসি এই উৎক্ষেপণকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। আমরা উত্তর কোরিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নিবিড় দৃষ্টি রাখব এবং যেকোনো উসকানিকে অপ্রতিরোধ্যভাবে জবাব দেওয়ার ক্ষমতার ভিত্তিতে দৃঢ় প্রস্তুতির বজায়ে রাখব। উত্তর কোরিয়া সব সময়ই ওই অঞ্চলে সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে। এটিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আগ্রাসন বলে অভিহিত করেছে উঃ কুরিয়া।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭