DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে মার্চ ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঝড়ের কবলে মৃত্যুর ২ দিন পরে নদী থেকে লাশ উদ্ধার

মোঃ শাহাজান ইসলাম
মার্চ ২৫, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শাহাজান ইসলাম, শ্যামনগর উপজেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী গ্রামের রমজান গাজীর ছেলে কুদ্দুস গাজী (৪০)কে মৃত্যুর ২ দিন পরে আজ ২৫ শে মার্চ শনিবার নদী থেকে মৃত্যু ব্যাক্তির লাশটি পাওয়া গেলো ৷ সাতক্ষীরার শ্যামনগরে আকষ্মিক টর্নেডোর আঘাতে উপজেলার রমজাননগর ও কৈখালী দু’টি ইউনিয়নের ৫টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিলো । বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে টর্নেডোর আঘাতে ৫শতাধিক ঘরবাড়ি বিদ্ধস্ত হয়। এই সময় স্থানীয় একটি নদীতে মাছ ধরাবস্থায় মোঃ কুদ্দুস গাজী (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়। তিনি পূর্ব কৈখালী গ্রামে রমজান গাজীর ছেলে। নিখোঁজ হওয়ার একদিন পর লাশের সন্ধ্যান মিলেছিলো বাংলাদেশ ভারত সীমান্ত নদীর চরে । এবং নদীর চরে আটকে থাকা লাশের ছবি সেখানকার কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি সকলের নজরে পড়লে সাথে সাথেই বাংলাদেশ বর্ডার গার্ড ও স্থানীয় চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ভারতের বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন নিখোঁজ হওয়া ব্যাক্তির লাশ দেশে ফিরিয়ে আনার জন্য। কিন্তু ভারত সিমান্তের দেশ রক্ষাকারী সদস্যদের আইনি প্রতিক্রিয়ার অবসান ঘটিয়ে অনুমতি/মতামত প্রদানের অপেক্ষায় থাকতেই ততক্ষণে নদীতে আবারও জোয়ার চলে আসে যার কারণে লাশটি পুনরায় যেকোন দিকে ভেসে চলে যায়। এবং ২ দিনে লাশটির কোন সন্ধান মেলেনি। তবে স্থানীয় জনগণকে সাথে নিয়ে লাশ উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, বাংলাদেশ কোস্টগার্ড, বিজিবি, নৌপুলিশ ও স্বেচ্ছাসেবীবৃন্দরা সকলের সম্মিলিত প্রচেষ্ঠার মধ্যে দিয়ে ঝড়ের কবলে মৃত্যুর নিখোঁজ হওয়া লাশ খুঁজতে খুঁজেতে ২ দিন পরে আজ ২৫ শে মার্চ শনিবার নদী থেকে মৃত্যু ব্যাক্তির লাশটি উদ্ধার করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭