DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দাউদকান্দিতে ৬ ছিনতাইকারী আটক

Online Incharge
জুন ১, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

দাউদকান্দিতে ৬ ছিনতাইকারী আটক

 

কুমিল্লা প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গাজীপুর ও বলদাখাল নামক স্থানে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷ এই ঘটনায় ৬ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা৷

তিনি বলেন, গত মঙ্গলবার (৩০ মে) গভীর রাতে মোটর সাইকেলে ইউটিউবার জেড এম তৌকি ইয়াসির তার স্ত্রী কামরুন নাহার তন্বীকে নিয়ে ঢাকা যাওয়ার পথে দাউদকান্দির গাজীপুর এলাকায় ছিনতাইকারীরা তাদের মোটর সাইকেল গতিরোধ করে দেশীয় অস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা ড্রোন ক্যামেরা, মোবাইল, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়৷

ঘটনারপর দাউদকান্দি মডেল থানাকে বিষয়টি অবহিত করলে পুলিশ তাৎক্ষনিক ভাবে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষন করে ওই পাঁচ ছিনতাইকারীকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বুধবার(৩১ মে) ভোর রাতে তাদের আটক করতে সক্ষম হয় এবং ছিনতাই কাজে ব্যবহ্নত সুইচ গিয়ার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে৷

এদিকে অপর পৃথক ছিনতাইয়ের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বলদাখাল নামক স্থানে পিকআপের ড্রাইভার দুলাল মিয়ার মোবাইল ছিনতাইয়ের অভিযোগে আলাউদ্দিন নামে এক যুবকে আটক করে৷ আটককৃত ছয় ছিনতাইকারীদের বিরুদ্ধে মডেল থানায় মামলা দায়ের করা হলেও তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷

আটককৃতরা হলেন, উপজেলার পৌরসদরের পশ্চিমমাইজ পাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে মোঃ রাকিব (২৩), উত্তর সতান্দী গ্রামের মৃত আব্দুর রাজ্জাক বেপারীর পুত্র মোঃজয় (২৫), তুজারভাঙ্গা গ্রামের মন্জু মিয়ার ছেলে শান্ত (২৫), উত্তর সতান্দী গ্রামের মৃত মন্টু মিয়ার ছেলে সোহাগ (২৮), সবজীকান্দি গ্রামের মমিন মিয়ার ছেলে জাহিদ হাসান (২৫) ও দোনারচর গ্রামের পিতা অজ্ঞাত আলাউদ্দিন (৩২)৷ আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭