DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৪শে এপ্রিল ২০২৪
ঢাকাবুধবার ২৪শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বোরো ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা

DoinikAstha
এপ্রিল ২৬, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি:দেশের খাদ্য উদ্বৃত্ত জেলা হিসেবে খ্যাত নওগাঁয় চলতি ইরি-বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। বোরো ধানের বাম্পার ফলনে খুশি এই জেলার কৃষকরা। বর্তমানে জেলার আত্রাই, রাণীনগর এবং সদর উপজেলার দক্ষিণে নিম্নাঞ্চলে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে।

চলতি বছর উন্নত ফলনশীল জাতের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে জিরাশাইল, ব্রিধান-২৮, ব্রিধান-২৯, ব্রিধান-৮১, ব্রিধান-৫৮, কাটারীভোগসহ প্রায় ২৬ জাতের ধান চাষ করেছেন কৃষকরা। আর হাইব্রীড জাতের মধ্যে রয়েছে- তেজ, এস এল-৮ এইচ, হিরনা-২, হিরা-৬ ও ঝলকসহ প্রায় ২৮ জাতের ধান।

 

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় মোট ১ লক্ষ ৮৭ হাজার ৭শ ৬০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে- সদরে ১৭ হাজার ৯শ ৯০ হেক্টর, রাণীনগরে ১৮ হাজার ৮শ হেক্টর, আত্রাইয়ে ১৮ হাজার ৪শ হেক্টর, বদলগাছীতে ১১ হাজার ৭শ ৫০ হেক্টর, মহাদেবপুরে ২৮ হাজার ৩শ ৭০ হেক্টর, পতœীতলায় ১৯ হাজার ৬শ ৫০ হেক্টর, ধামইরহাটে ১৮ হাজার ৬শ ৫ হেক্টর, সাপাহারে ৫ হাজার ২শ ৩০ হেক্টর, পোরশায় ৮ হাজার ৫০ হেক্টর, মান্দায় ১৯ হাজার ৯শ ৩০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ২০ হাজার ৯শ’ ৮৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

 

কৃষকরা জানান, গেল কয়েক বছরের মধ্যে এবার বিলের জমিগুলোতে ধানের ফলন ভাল হয়েছে । প্রতি বিঘায় মোটা ধানের ফলন হচ্ছে ২৮ থেকে ৩০ মণ। সরু ধানের ফলন আসছে ২২ থেকে ২৫ মণ। এটিকে বাম্পার ফলন বলছেন কৃষকরা।

 

হাঁসাইগাড়ি বিল এলাকার কৃষক আবুল হোসেন ও ময়েন উদ্দিন বলেন, আগের বছরের তুলনায় এবছর বিঘাপ্রতি ৪ থেকে ৫ মণ ধান বেশি পেয়েছি। বাম্পার ফলনে আমরা খুশি। চলতি মৌসুমে প্রতি বিঘায় উৎপাদন খরচ হয়েছে ১৫ থেকে ১৬ হাজার টাকা। আর নতুন ধানের বাজার দর ভাল। প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৯০০-৯৫০ টাকায়।

 

অভিযোগ করে তারা বলেন, ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করে ধানের দাম কমাতে না পারে সেজন্য বাজারে তদারকি (মনিটরিং) বাড়ানোর পাশাপাশি ফলন ও উৎপাদন খরচ হিসাব করে সরকারী দর বেঁধে দেয়ার দাবিও জানান তারা।

 

তবে বিলের জমির ধান এখন ঘরে উঠানো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কারন বৃষ্টি ও উজানের পানিতে ফসল ডুবে যাওয়ার আশংকা রয়েছে। এরমধ্যে লকডাউনে শ্রমিক সংকটের দুশ্চিন্তা রয়েছে তাঁদের।

 

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শামসুল ওয়াদুদ জানান, এ বছর জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। হেক্টর প্রতি ৪ দশমিক ২০ মেট্রিক টন হিসেবে এ বছর জেলায় মোট ৭ লক্ষ ৮৮ হাজার ৫৯২ মেট্রিক টন চাল উৎপাদিত হবে। প্রতি হেক্টরে ৪ দশমিক ২০ মেট্রিক টন চালের প্রত্যাশা করছে কৃষি বিভাগ।

 

কৃষি শ্রমিকদের ব্যাপারে তিনি জানান, জেলায় ধান কাটতে প্রায় ৪ লাখ ২৫ হাজার ৪০ জন শ্রমিকের প্রয়োজন। নওগাঁ জেলায় স্থানীয়ভাবে শ্রমিক রয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ১শ ৮৫ জন। ঘাটতি ৭৮ হাজার ৮৫৫ জন শ্রমিক অন্য জেলা থেকে নিয়ে আসতে হবে।

 

লকডাউনে শ্রমিক সংকট হবে কি-না, এব্যাপারে তিনি জানান, ইতিমধ্যে প্র্রতিটি উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সাথে পরামর্শ করে উপজেলা কৃষি কর্মকর্তারা তাঁদের উপজেলায় শ্রমিকরে চাহিদাপত্র পাঠিয়েছেন। চাহিদা অনুযায়ী দেশের অন্যান্য জেলা থেকে শ্রমিক আনয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩