DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে মার্চ ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নেইমারের অনুপস্থিতিতে এবার পারবে বার্সা?

DoinikAstha
মার্চ ১০, ২০২১ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :

প্রথম লেগে বার্সেলোনাকে ঘরের মাঠে ৪-১ গোল ব্যবধানে হারিয়েছিলো নেইমারবিহীন পিএসজি। এবার ক্যাম্প ন্যুয়ের দল আসছে ফ্রান্সে। দ্বিতীয় লেগে জিততে হলে বার্সাকে বেশ ভালো খেলেই গোল আদায় করতে হবে। হারলেই কোয়ার্টার ফাইনাল অধরা রয়ে যাবে মেসিদের জন্য। দুই ম্যাচে মিল হলো, পিএসজির হয়ে মাঠে নামছেন না নেইমার। তাই অন্তত দ্বিতীয় লেগে বার্সা পিএসজির স্কোর টপকে যেতে পারবে কিনা, সেটি নিয়েই চলছে আলোচনা।

এমন অসম্ভবকে সম্ভব করেছিলো বার্সেলোনাই। সেটি ২০১৭ সালের ঘটনা। ৪-০ গোল ব্যবধানে প্রথম লেগে হারা বার্সেলোনা ৬-১ গোল ব্যবধানে দ্বিতীয় লেগে জিতে গুঁড়িয়ে দিয়েছিলো পিএসজির চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন। কিন্তু সেবার মূল ভূমিকা পালন করা বার্সেলোনার কাণ্ডারি নেইমার জুনিয়র এবার প্রতিপক্ষ দল পিএসজিতে। কিন্তু ইনজুরির কারণে মাঠে থাকছেনা এই ব্রাজিলীয় তারকা। ফ্রেঞ্চ কাপে কঁয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেলেও সেই ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার, যা তাকে প্রায় চার সপ্তাহের মতো মাঠ থেকে ছিটকে দিয়েছে।

নেইমার থাকলে পিএসজি কিছুটা স্বস্তিতে থাকতো। তবে প্রথম লেগে ইনজুরির কারণে না থাকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে দলে পাচ্ছেন কোচ মরিশিও পোশেত্তিনো। আর আগের স্বপ্নভঙ্গের ম্যাচে বার্সার হয়ে খেলেছিলেন স্বয়ং লিওনেল মেসি, নেইমার জুনিয়র দুজনেই। এখন এই জুটি না থাকায় এবং অবস্থা অনেক পরিবর্তিত হওয়ায় সেগুলো নিয়ে ভাবছেন না কেউই।

বার্সেলোনার জন্য বাঁচামরার ম্যাচ হলেও পিএসজির জন্য কোয়ার্টার ফাইনালের সমীকরণ বেশ সোজা। তবে নেইমার না থাকায় রোনাল্ড কোম্যানের দলের রক্ষণভাগ কিছুটা স্বস্তি পেতেই পারে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭