DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৯শে এপ্রিল ২০২৪
ঢাকাশুক্রবার ১৯শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পানছড়ির শীতার্তদের পাশে সেনাবাহিনী

News Editor
ফেব্রুয়ারি ৪, ২০২১ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

পানছড়ির শীতার্তদের পাশে সেনাবাহিনী

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়িতে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মানবিক সেবার অংশ হিসেবে শীতার্তদের পাশে দাড়িয়ে শীতবস্ত্র বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন। করোনা পরিস্থিতিতে কর্মহীন, নিম্নবিত্ত, গরীব, অসহায় এবং দুস্থ জনগোষ্ঠীদের মাঝে পানছড়ি উপজেলার উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসি বলেন, অত্র জোন কর্তৃক অন্যান্য বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পরিচালনা করা হচ্ছে। মানুষের মৌলিক ৫টি অধিকার এর মধ্যে বস্ত্র অন্যতম অধিকার। মানুষের মৌলিক অধিকারসমূহ যাহাতে ভোগ করতে পারে খাগড়াছড়ি সদর জোন কর্তৃক এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বর্তমান সময়ে শীতের প্রকোপ অবস্থার কথা বিবেচনা করে খাগড়াছড়ি সদর জোন দরিদ্র অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে। তিনি আরও বলেন, খাগড়াছড়ি সদর জোন যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আর্ত-মানবতার সেবায় বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তায় সার্বক্ষণিক পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে।

এ জেলাকে উন্নত এবং এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ অব্যাহত থাকবে। উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ মাশরুর এলাহী, সাব জোন কমান্ডার, পানছড়ি এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আরিফুর রহমান, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭