DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে মার্চ ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পি কে হালদারকে টাকা পাচারে সহযোগিতা করেছে সরকার: মোশাররফ

DoinikAstha
মে ১৬, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ প্রশান্ত কুমার (পি কে) হালদারের শতকোটি টাকা পাচারে সরকারের উচ্চ পর্যায় থেকে সহায়তা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, পিকে হালদারের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতে সরকার দলীয়দের হাত রয়েছে। তা না হলে একজন ব্যক্তির পক্ষে এই বিপুল অর্থ পাচার সম্ভব নয়।

সোমবার (১৬ মে) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে গণতন্ত্র ফোরাম-এর উদ্যোগে ‘চলমান সংকট নিরসনে নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, আমরা দাবি করছি শুধু পি কে হালদার নয়, যারা তার অর্থপাচারে সহযোগী ছিলেন তাদেরও আইনের আওতায় আনতে হবে। পি কে হালদারের প্রভুদের জনগণের সামনে প্রকাশ করতে হবে। তারপরও প্রশ্ন থাকে পিকে হালদার কি একজন? সরকার একজন পি কে হালদারকে জনগণের সামনে দেখাচ্ছে, যাতে আমরা বলি সরকার পাচারকারীদের ধরছে।

সরকারের ইভিএম এ নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জনগণ আওয়ামী লীগ এর বিগত দুই নির্বাচনের যে কৌশল এটা জনগণের কাছে প্রকাশ পেয়ে গেছে। এখন নতুন কৌশল হচ্ছে ইভিএম। অনেক উন্নত দেশে যেখানে ইভিএম পদ্ধতি চালু করেছিলো, সেগুলোতে আইন করে বাতিল করা হয়েছে। আর আমাদের এখানে ঘুম নেই তাদের। আমাদের দেশের মানুষ ভোট দিতে নিজেই যেতে পারে না অথচ এখন ইভিএম এ ভোট দিবে।

গণতন্ত্র ফোরামা সভাপতি ভি.পি ইব্রাহীম এর সভাপতিত্বে  আলোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির চেয়ারপারস‌নের উপ‌দেষ্ঠা জয়নুল আবদীন ফারুক, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মো. রহমতুল্লাহ প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭