DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জুয়েল রহমান
মার্চ ২৬, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জুয়েল রহমান বানিয়াচং, প্রতিনিধিঃ বানিয়াচংয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটির সূচনাতেই বানিয়াচং মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্থবক অর্পণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বানিয়াচং থানা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন,বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্থবক অর্পণ করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।

বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, ওসি তদন্ত আবু হানিফ, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলী সরকার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন, সাংবাদিক শেখ আক্তার হোসেন আলহাদী, শেখ নূরুল ইসলাম প্রমুখ। মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা শেষে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা, ল্যাপটপ বিতরণ ও শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭