DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বার্সাকে বিদায় জানালেন সুয়ারেজ

News Editor
সেপ্টেম্বর ২৫, ২০২০ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

রোনাল্ড কোম্যান নতুন কোচ হয়ে আসার পরই বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন লুইস সুয়ারেজ। তখনই বোঝা গিয়েছিল বার্সেলোনার হয়ে সুয়ারেজের সময় শেষ। বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে অবশেষে ক্লাব ছাড়লেন তিনি।  

বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) সুয়ারেজ ক্লাব ছাড়ার আগে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বার্সেলোনা। সেখানেই কথা বলতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন এই স্ট্রাইকার। বিদায় বেলায় কথা বলতে গিয়ে একটা সময় কেঁদেই ফেললেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। 

আরও পড়ুনঃশুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন

সুয়ারেজ বলেন, আমি এখানে ইতিহাসের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলেছি। যেখানেই থাকি না কেন আমি সবসময় একজন কিউল হিসেবেই থাকব।

ছয় বছর আগে লিভারপুল থেকে ৭৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বার্সেলোনায় যোগ দেন লুইস সুয়ারেজ। কাতালান ক্লাবটির হয়ে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেছেন তিনি। বার্সেলোনার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এই স্ট্রাইকার। তার চেয়ে এগিয়ে আছেন কেবল সিজার ও লিও মেসি। 

ন্যু ক্যাম্পে থাকাকালীন সময়ে চারটি লা লিগা, চারটি কোপা দেল রে, একটি চ্যাম্পিয়ন্স লিগ এবং একটি ক্লাব বিশ্বকাপ সহ মোট ১৩টি ট্রফি জিতেছেন সুয়ারেজ। বার্সা ফ্যানদের কাছেও প্রিয় এক মুখ তিনি। 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮