DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় মৃত বহু

DoinikAstha
আগস্ট ১৯, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় মৃত বহু: দক্ষিণ আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি কনভয়ে সন্ত্রাসবাদী হামলায় মারা গেলেন অন্ততপক্ষে ৪৭ জন। বুধবার (১৮ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলে গোরগাদজি ও আরবিন্দা শহরের মধ্যবর্তী সড়কে এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, কনভয়ে সেনা ও সাধারণ মানুষ ছিলেন। ৩০ জন সাধারণ মানুষ, ১৪ জন সেনা ও তিনজন মিলিশিয়া স্বেচ্ছাসেবক এই হামলায় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।


সরকারের দাবি, নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে ৫৮ জন সন্ত্রাসবাদীকে হত্যা করেছে. বাকিরা পালিয়ে গেছে। কনভয়ে করে তারা দেশের উত্তরের শহর আরবিন্দাতে যাচ্ছিলেন বলে জানানো হয়েছে। সেনা প্রহরায় তারা যাচ্ছিলেন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় নেয়নি। তবে বুরকিনা ফাসো, নাইজার ও মালির সীমান্তে আইএস ও আল আয়দা খুবই সক্রিয়। আর সীমান্তের কাছের এলাকাতেই আক্রমণ হয়েছে।

তাই সরকারের দাবি, এই হামলার পেছনে জঙ্গিরাই আছে। গত কয়েক সপ্তাহে এখানে সন্ত্রাসবাদীরা একাধিক আক্রমণ চালিয়েছে। গত ৪ আগস্ট তারা ১১ জন সাধারণ মানুষ সহ ৩০ জনকে হত্যা করেছে।

হিংসার ফলে ১৩ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন। কয়েক হাজার মানুষ মারা গেছেন। আক্রমণের ঘটনা বাড়তে থাকায় স্থানীয় মানুষ উদ্বিগ্ন। স্থানীয় এক সাংবাদিক সংবাদসংস্থা এপি-কে বলেছেন, মানুষ খুবই ভয় পেয়ে গেছেন।

বুরকিনা ফাসো খুবই গরিব দেশ। তাদের নিরাপত্তা বাহিনীর হাতেও সর্বাধুনিক অস্ত্রশস্ত্র নেই। ২০১৫ সাল থেকে এই দেশ সন্ত্রাসবাদী হিংসার শিকার।

গত মাসে সাধারণ মানুষ নিরাপত্তার দাবিতে বিক্ষোভও দেখিয়েছেন। তারা সরকারের কাজে একেবারেই সন্তুষ্ট নন। এরপর প্রেসিডেন্ট প্রতিরক্ষা ও নিরাপত্তা মন্ত্রীকে বরখাস্ত করেছেন। এই মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন।

সন্ত্রাসবাদীদের হাতে সর্বাধুনিক অস্ত্র আছে। সেনা এসকর্ট সত্ত্বেও তারা সাধারণ মানুষকে মারছে। বিরোধী নেতা রিড়া জানিয়েছেন, সাধারণ মানুষ ও সেনা কোথায়, কখন যাচ্ছে সেই সব তথ্য জঙ্গিরা নিখুঁতভাবে পাচ্ছে। তারপর তারা হামলা করছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩