DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মাদকের কারনেই ফুটবল থেকে ছিটকে গেছেন ম্যারাডোনা

News Editor
অক্টোবর ৩১, ২০২০ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজের ৬০তম জন্মদিনে মুখ খুলেছেন আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। কথা বলেছেন নিজের ক্যারিয়ার নিয়েও। আর্জেন্টাইন একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন লিওনেল মেসির বার্সা ছাড়া সহ নানা প্রসঙ্গে।

ক্যারিয়ারটা যতটা রঙিন ঠিক ততটাই বিবর্ণ তার জীবন। কিংবা নিজের মতো করে জীবনটাকে সাজিয়েছেন ম্যারাডোনা। সে জীবনটা পছন্দের ছিল না তারও। মাদক, বিতর্ক তার জীবনকে বিষিয়ে তুলেছিল। পেছন ফিরে তাকালে তাই এখনও আক্ষেপ ঝরে তার কণ্ঠে।

টি-টুয়েন্টি লীগ:টুর্নামেন্টে আইকন কারা? দলের নাম কি?

আর্জেন্টাইন গণমাধ্যম ক্লারিনকে দেয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ফুটবল আমাকে সব দিয়েছে। আমি যা কল্পনা করতাম তার চেয়েও অনেক বেশি কিছু দিয়েছে। এবং আমি যদি মাদকাসক্ত না হতাম, তাহলে আমি আরও অনেক ম্যাচ খেলতে পারতাম। ফুটবলকে আরও অনেক কিছু দিতে পারতাম। কিন্তু এখন সবই অতীত, আমি ভালোই আছি। এখন শুধু আফসোস হয় আমার বাবা-মা না থাকায়।

তার এক সময়ের শিষ্য এবং প্রিয় ফুটবলার লিওনেল মেসির প্রসঙ্গেও কথা বলেছেন ম্যারাডোনা। জানিয়েছেন নিজের বার্সা অভিজ্ঞতাও। মেসির সঙ্গে যে বার্সেলোনা বাজে আচরণ করবে সেটিও নাকি জানাই ছিল তার।

ম্যারাডোনা বলেন, আমি জানতাম এটা খুব বাজেভাবে শেষ হবে। আমি মনে করেছিলাম লিও বার্সা ছাড়তেই যাচ্ছে। আমার সঙ্গেও এমনটা হয়েছে। বার্সেলোনা সহজ ক্লাব না। মেসি সেখানে অনেক বছর ছিল কিন্তু যেটা তার প্রাপ্য সেটা সে পায়নি। সে তাদেরকে সব দিয়েছে, সেরা ক্লাব বানিয়েছে এবং একদিন সে ক্লাব ছাড়তে চেয়েছে তখনই তারা সব ভুলে গেছে। তারা বলেছে ‘না’। এটা কোনোভাবেই করতে পারেনা তারা।

বার্সেলোনায় যোগ দিয়ে ২ মৌসুম পরই ক্লাব ছেড়েছিলেন ম্যারাডোনা। এরপর ইতালিয়ান ক্লাব নাপোলিতে যোগ দিয়ে ক্লাবটিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন। আর্জেন্টাইন কিংবদন্তির সাফল্যের চূড়ায় ওঠার গল্পটাও সেখানে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮