DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত আরও ১১ জন

DoinikAstha
এপ্রিল ৮, ২০২১ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি চালিয়ে আরো ১১ জন বিক্ষোভকারীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তেইজ শহরে নিরাপত্তা বাহিনী ছয় ট্রাকভর্তি সেনা সদস্য নিয়ে অভিযান চালায়। এতে বিক্ষোভকারীর শিকার করার বন্দুক, ছুরি ও পেট্রল বোমা নিয়ে সেনাদের মুখোমুখি হন। পরে সেখানে আরও ৫ ট্রাকভর্তি সেনা জড়ো হয়। এ সময় সংঘর্ষে ১১ বিক্ষোভকারী নিহত ও আরও ২০ বিক্ষোভকারী আহত হয়েছেন।

তবে কোনো সেনা সদস্য হতাহত হয়েছে কিনা সে খবর পাওয়া যায়নি। এ নিয়ে জান্তা সরকারের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

চলতি সপ্তাহে কয়েকশ’ ব্যক্তির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে জান্তা সরকার। এর মধ্যে রয়েছে, শিল্পী, গায়ক ও বিনোদন জগতের ব্যক্তিত্ব।

খবরে বলা হয়েছে, বুধবার থেকে সংঘর্ষ শুরু হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলতে থাকে। চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নেত্রী অং সান সু চির ক্ষমতাসীন দলতে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এরপর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হলে এ পর্যন্ত ৬০০ জনের বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন।

একটি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে বলা হয়, বুধবার বিকাল পর্যন্ত ৫৯৮ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে বৃহস্পতিবার জুতায় ফুল দিয়ে নিহতদের স্মরণের মাধ্যমে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভকারীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭