DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরের গৃহবধূ নির্যাতন: স্বামী গ্রেপ্তার

News Editor
অক্টোবর ৯, ২০২০ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসন ও পুলিশকে ব্যবস্থা নিতে দেখা গিয়েছিল। সেই ঘটনা নিয়ে দেশজুড়ে তুমুল প্রতিবাদের মধ্যেই যৌতুকের জন্য নির্যাতিত গৃহবধূ বেছে নিলেন একই পন্থা।

সুবর্ণচরে স্বামী এবং শ্বশুর বাড়ির সদস্যদের হাতে নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েও পুলিশের সাড়া পাননি। লিখিত অভিযোগের পর তাকে আবারো শিকার হতে হয়েছে নির্যাতনের। পালিয়ে যেতে হয়েছে বাড়ি ছেড়ে। এরপর তিনি শুক্রবার ফেইসবুকে নির্যাতনের বিবরণ দিয়ে ভিডিও প্রকাশ করেন।

ধর্ষিতার ডায়েরির ‘পাতায় পাতায়’ প্রতারণার গল্প

এরপর উদ্যমী হয়ে পুলিশ গ্রেপ্তার করে ওই গৃহবধূর স্বামীকে।

যৌতুকের জন্য স্বামীর হাতে নির্যাতনের শিকার গৃহবধূ এ ঘটনায় ৭ অক্টোবর পাঁচজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তখন ব্যবস্থা না নিলেও ফেইসবুকে ভিডিও প্রকাশের পর পুলিশ শুক্রবার বিকেলে গৃহবধূর স্বামী জয়নালকে গ্রেপ্তার করে।

এবার সুবর্ণচরের আরেক গৃহবধূ নির্মম নির্যাতনের শিকার

ভিডিওতে দেখা যায়, নির্যাতিতা তার ওপর ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দিচ্ছেন।

এ সময় তিনি বলেন, ২০১৫ সালে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের মৃত মনির আহম্মেদের ছেলে জয়নাল আবেদিনের (৩৭) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর জানতে পারেন জয়নাল এর আগেও একটি বিয়ে করেছেন এবং ওই ঘরে দুই সন্তানও রয়েছে। বিয়ের তিন মাস পর থেকে ব্যবসা করার নাম করে নির্যাতিতা নারীর কাছ থেকে একাধিকবার ৮০ হাজার টাকা নেন জয়নাল।

ওই নারী বলেন, এ ছাড়া গত এক বছর ধরে তাকে যৌতুকের দাবিতে জয়নাল আবেদিন ও তার বড় ভাই মাঈন উদ্দিন (৪০), জসিম উদ্দিন(৪৩), মাঈন উদ্দিনের ছেলে তারেক (১৯) একাধিকবার অমানুষিক নির্যাতন করে। গত ৫ অক্টোবর পুনরায় তাকে যৌতুকের জন্য মারধর করে স্বামী জয়নাল আবেদিন।

তিনি আরো বলেন, গত ৩/৪ মাস ধরে পরিচিত লোকের সঙ্গে টাকার বিনিময়ে রাত কাটাতে বাধ্য করার চেষ্টা করেন জয়নাল। এতে রাজি না হলে শুরু হয় নির্মম নির্যাতন।

গৃহবধূর দাবি, মেয়ের ওপর এমন নির্যাতনের খবর পেয়ে তার মা মেয়েকে স্বামীর বাড়ি থেকে নিয়ে আসতে গেলে অভিযুক্তরা তাকেও পিটিয়ে আহত করে। পরে কৌশলে তারা জয়নালের বাড়ি থেকে পালিয়ে এসে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে চর জব্বার থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, অভিযোগ ৭ অক্টোবর করা হলেও কিছু ভুল থাকায় শুক্রবার সকালে তা সংশোধন করে মামলা রেকর্ড করা হয়েছে এবং বিকেলে অভিযুক্ত আসামি জয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮