DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যবিধি মেনে গণ-পরিবহণ চলাচলের দাবিতে নওগাঁয় বিক্ষোভ

DoinikAstha
মে ২, ২০২১ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

 

নওগাঁ প্রতিনিধি: বিশ্ব মহামারী করোনা এবং চলমান লকডাউনের সময়ে স্বাস্থ্যবিধি মেনে গণ-পরিবহণ চলাচল করার অনুমতি প্রদানসহ ৩ দফা দাবিতে নওগাঁর পরিবহণ শ্রমিকরা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন।

 

পরিবহণ শ্রমিক ফেডারেশনের আহ্বানে দেশব্যাপী বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচীর অংশ হিসেবে রবিবার ০২ মে দুপুরে নওগাঁ কেন্দ্রীয় বাস-টার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। বিক্ষোভ মিছিলটি পরে চারমাথায় এসে এক মানববন্ধন কর্মসূচী পালনের মধ্যদিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন-নওগাঁ জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়েনের সভাপতি মো. আজহার আলী। তিনি বলেন, বাংলাদেশে এই করোনা মহামারি ভয়ংকর রুপ ধারণ করেছে। কিন্তু সরকার একচেটিয়া শুধু গণ-পরিবহণ বন্ধ রেখে শপিং-মল, দোকানপাট খোলা রেখেছে। যা প্রশ্নবিদ্ধ। আমাদেরকে ভাবিয়ে তুলেছে।

 

তিনি আরও বলেন, আমরা গণ-পরিবহণের সাথে যারা সম্পৃক্ত রয়েছি, তারা আর চলতে পারছি না। আমাদের রোজগারের পথ বন্ধ। খবর নিয়ে জেনেছি, আমার অনেক ভাইয়েরা দিন কাটাচ্ছেন না খেয়ে। কারো আবার সেহরিও জুটছে না। আমাদের বাঁচতে দিন। এভাবে আমরা না খেয়ে মরে যেতে চাই না। আমাদের পরিবার এখন দিশেহারা। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আয়শূন্য এসব মানুষের দিন কাটছে খেয়ে না খেয়ে। এমন অবস্থায় চরম হতাশায় দিন পার করছেন পরিবহন শ্রমিকরা। তাই স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর দাবিতে আজ শ্রমিকরা রাজপথে নেমে বিক্ষোভ করতে বাধ্য হয়েছে।

এই শ্রমিক নেতা বলেন, দেশে লকডাউনে মার্কেট খোলা। তাহলে স্বাস্থ্যবিধি মেনে পরিবহণ চললে সমস্যা কোথায়। স্বাস্থ্যবিধি মেনে চললে মানুষের ভোগান্তিও যেমন কমবে, তেমন শ্রমিকরাও দু’বেলা দু’মুঠো ভাত খাওয়ার টাকাটা জোগাড় হবে। তাই অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে গণ-পরিবহণ ও দূর পাল্লার বাস চালুর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

 

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণ-পরিবহণ চলতে দেয়াসহ তিন দফা দাবির পক্ষে বক্তব্য দেন-জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম মতিউজ্জামান মতি এবং দপ্তর সম্পাদক শরিফুর রহমান লিটন প্রমূখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭