DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

৯০০ দিন পেরিয়ে গেল, এল ক্ল্যাসিকোয় গোলশুন্য মেসি

News Editor
অক্টোবর ২৪, ২০২০ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

আরো একটি এল ক্ল্যাসিকো হয়ে গেল। মৌসুমের ১ম ক্ল্যাসিকোর ফলাফলটা এতক্ষণে সবার জানা হয়ে গেছে। খেলা যারা দেখেছেন, দুর্দান্ত একটা ম্যাচ উপভোগ করেছেন। স্পেনের দুই পরাশক্তির লড়াইটা ছিল দেখার মতো। যদিও স্কোরশিট বলছে, ৩-১ গোলে হেরেছে বার্সেলোনা। তবে পুরো ম্যাচজুড়ে সমানে সমানে লড়েছে দুই দল।

তবে ম্যাচজুড়ে যার দিকে ছিল সবার নজর, সেই লিওনেল মেসি এবারও হতাশ করেছেন। যদিও ম্যাচজুড়ে খারাপ খেলেছেন সেটি কেউ বলতে পারবেনা। তবে আরো একটা এল ক্ল্যাসিকো হলো মেসির গোলবিহীন।

রোনালদোকে বিক্রি করা ছিল রিয়ালের ভুল

মর্যাদাপূর্ণ এই ম্যাচের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন তারকা। আজকের ম্যাচসহ রিয়ালের বিপক্ষে ৪২ ম্যাচে তার গোলসংখ্যা ২৬। আশেপাশে যারা ছিলেন, তাদেরও আর সুযোগ নেই মেসির রেকর্ড ভাঙার। এক দশক মেসি ও বার্সেলোনার সঙ্গে লড়াই করে যাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ল্যাসিকোতে গোল আছে ১৮টি। আরেক মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোরও আছে এল ক্ল্যাসিকোয় ১৮টি গোলের রেকর্ড।

এল ক্ল্যাসিকোতে নিজের গোলসংখ্যাটাকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার সুযোগ ছিল মেসির সামনে। কিন্তু অবাক করা ব্যাপার, ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে যাওয়ার পর থেকে, এল ক্লাসিকোতে কোনও গোল করতে পারেননি লিওনেল মেসি। আজকের ম্যাচ সহ সবশেষ ৬টি এল ক্ল্যাসিকোতে গোলশুন্য ক্ষুদে জাদুকর। দিনের হিসেবে ৯০০ দিন পেরিয়ে গেল, এল ক্ল্যাসিকোয় গোলশুন্য মেসি। ইনজুরিতে না পড়লে মৌসুমে আরো একবার সে সুযোগ পাবেন মেসি। সেখানে গোল করতে না পারলে হয়তো এল ক্ল্যাসিকোতে গোলই হবেনা আর্জেন্টাইন মহাতারকার। কারণ আগামী মৌসুমেই তার বার্সা ছাড়ার গুঞ্জনটা যে এখনো উড়িয়ে দেয়া যাচ্ছে না!

মেসি খেলেছেন এমন ক্লাসিকোতে জয়ের পাল্লাটাও ভারী বার্সেলোনার। ৪১ ম্যাচের ১৯টিতেই জিতেছে কাতালান ক্লাবটি। মেসি খেলার পরও যে ক’টা ম্যাচে হেরেছে বার্সেলোনা সেই তালিকায় আজ যোগ হলো আরো একটি ম্যাচ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮