নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে “মশাল মিছিল” করে (জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
ঢাকা জর্জ কোর্টের সামনে সন্ধ্যা ৭ টায় এই ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মশাল মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
মিছিল শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, সারাদেশে ছাত্রলীগ,যুবলীগ সন্ত্রাসীদের অব্যাহত ধর্ষণের প্রতিবাদে আমরা এই মশাল মিছিল করি। আমরা নোয়াখালীর নোয়াখালীর বেগমগঞ্জের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তার সাথে সাথে ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শান্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি
মিছিলে উপস্থিত ছিলো- এ এম সুজন মোল্লা, বি এম মিলাদ উদ্দীন ভূঁইয়া, মাকসুদুর রহমান সুমিত, আজিমুল হাসান চৌধুরী,তাহসান রেজা, সাকিল চৌধুরী, খোরশেদ আলম রকি, সেইফুল ইসলাম বাবু, মাসুম আহাদ, রুবেল মাহমুদ, ফিরোজ আলম রিফাত, শামিম হোসেন, নাসিরউদ্দিন ঢালী,মাহাবুব সাজ্জাদ, কাজী জিয়া উদ্দীন বাসেদ, শরিফ উদ্দিন, হোসেন আলী , সুমন সরদার ,জাফর আহমেদ, নাসির উদ্দিন সৌরভ ,আহসান মল্লিক, সাদ্দাম হোসেন,সাখাওয়াতুল ইসলাম খান পরাগ,রাশেদ বিন হাসিম , আরিফুল ইসলাম আরিফ,সোলায়মান খান সাগর , রবিন মিয়া শাওন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।