DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৮ই মে ২০২৪
ঢাকাবুধবার ৮ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রিপন খানের সুর ও সংগীতায়োজনে সুমনার নতুন গান “প্রিয় মানুষ”

বিনোদন ডেস্ক
জুন ২৫, ২০২৩ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

তরুণ প্রজন্মের সম্ভাবনাময়ী একজন গায়িকার নাম সুমনা। বলা বাহুল্য, সুমনা বাংলাদেশের সর্ব বৃহৎ সংগীত প্রতিযোগীতা চ্যানেল আই সেরাকন্ঠের (২০১৭) চ্যাম্পিয়ন। কন্ঠ দিয়েছেন চলচ্চিত্রের গানেও।এরই ধারাবাহিকতায় এবারের ঈদকে সামনে রেখে জীবন্ত কিংবদন্তি সংগীত পরিচালক ও জিংগেল কিং অব বাংলাদেশ শ্রদ্ধেয় রিপন খানের সুর ও সংগীতায়োজনে ও তরুণ প্রজন্মের আরেক বহুমাত্রিক প্রতিভাধর সিয়াম সরকার জান’এর কথায় প্রকাশিত হতে যাচ্ছে সুমনা’র পঞ্চম মৌলিক গান প্রিয় মানুষ।

গানটির প্রসঙ্গে সুমনা বলেন, গানটি আমার খুবই প্রিয়। নিজের একটা মৌলিকত্ব দেখাতে পেরেছি এখানে। তাছাড়া শ্রদ্ধেয় রিপন খান স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতাটাও অন্যরকম শিক্ষাবহুল। স্যারের সাথে কাজ করাটা আমার জন্য বিশাল বড় ব্যাপার। সিয়াম সরকার জান খুবই সুন্দর কথা লিখেছেন। শুরু থেকে শেষ অব্দি উনি বেশ সহযোগিতা করেছেন। গানটির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ। রিপন খান বলেন, আসলে বর্তমানে ভালো গানের কদর খুব একটা নেই তবুও নিজস্ব উদ্যোগে নতুনদের জন্য কিছু করে যাবার চেষ্টা করছি। এই গানটিও তার ব্যতিক্রম নয়। আশা করি, ভালো একটা গান হতে যাচ্ছে। সিয়াম সরকার জান বলেন, আমার লেখা বেশ কিছু গানের মধ্যে এই গানটি আমার খুব খুব প্রিয় একটি গান।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আমার ওস্তাদজী জীবন্ত কিংবদন্তি মিউজিক ডিরেক্টর শ্রদ্ধেয় রিপন খান স্যার। আমি তাঁর কাছে চলতে শিখেছি। তাঁর সম্পর্কে বেশী কিছু বলবার সামর্থ্য আমার নেই। তাছাড়া শেখ ফারজানা তাসনিম সুমনা খুব ভালো একজন গায়িকা। সুমনার সাথে আমার গান করবার পরিকল্পনা আসে চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড —২০২২ এর অনুষ্ঠানে। আমি মাহতিম সাকিব’এর দিশেহারা গানটির জন্য আধুনিক গান শ্রেষ্ঠ গীতিকার ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিলাম। একইভাবে সুমনাও শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যারের সুর ও সংগীতায়োজনের তোমায় ছাড়া গানটির জন্য শ্রেষ্ঠ নবাগত শিল্পী ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিলো। সেখান থেকেই মূলত গান করার পরিকল্পনা মাথায় আসে। এক পর্যায়ে শ্রদ্ধেয় রিপন খান স্যারের একক পৃষ্ঠপোষকতায় আমরা এ গানটি সম্পন্ন করি। সুমনার জন্য আমি আশাবাদী। আশা করি, একদিন অনেক বড় গায়িকা হতে পারবে। গানটির জন্যও আমি বেশ বেশ আশাবাদী। গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যেতে পারবে। আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে প্রিয় মানুষ শিরোনামের এই রোমান্টিক গানটি খুব শিঘ্রই ইকিউ মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পাবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১