DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৬ই অক্টোবর ২০২৪
ঢাকারবিবার ৬ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম রেঞ্জের সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার

Doinik Astha
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়।  পরে তাকে ঢাকা নিয়ে এসে ডিবি হেফাজতে নেওয়ার পর গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি এখনো খোলাসা করা হয়নি।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি) রবিউল আলম ভুঁইয়া।

দীর্ঘ সময় ডিবিতে কর্মরত ছিলেন মশিউর রহমান। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৩ আগস্ট আরও ২৮ জনের পাশাপাশি মশিউরকেও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে বদলি করা হয়।

ডিবির আলোচিত এই কর্মকর্তা ২০১৩ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক অর্জন করে। কর্মদক্ষতার কারণে তাকে চারবার ‘আইজিপি এক্সাম্প্লারী গুড সার্ভিসেস ব্যাচ’ দেয়া হয়েছে। গত ২৯ জুন ২০২২-২৩ সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৫
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০
  • ১১:৫০
  • ৪:০৩
  • ৫:৪৫
  • ৬:৫৮
  • ৫:৫১