DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চিরিরবন্দরে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

Abdullah
নভেম্বর ১৬, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

চিরিরবন্দরে তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

 

নিজামুল ইসলাম/দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকার মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা শহরের তেলীপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে। তাঁকে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ৯৯৯–এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাঁর বোন বাদী হয়ে গতকাল বুধবার রাত পৌনে ১০টায় চিরিরবন্দর থানায় একটি মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছে।ভুক্তভোগী ওই তরুণী (১৮) হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী বলেন, পঞ্চগড় সদর উপজেলার এক তরুণের (২৪) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল।

মঙ্গলবার সকালে ওই তরুণ পঞ্চগড় থেকে চিরিরবন্দরে তাঁদের বাসায় এসে মা-বাবার কাছে বিয়ের কথা জানান। কিন্তু পরিবার রাজি না হওয়ায় তিনি ওই তরুণের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে চিরিরবন্দর রেলস্টেশনে আসেন। পঞ্চগড়ে যাওয়ার কোনো ট্রেন না পেয়ে উপজেলার ঘুঘরাতলী এলাকায় বটগাছের নিচে বসে অটোরিকশার জন্য অপেক্ষা করতে থাকেন।

স্টেশন থেকে দুটি ছেলে তাঁদের অনুসরণ করে সেখানে আসেন। ওই দুজনের মধ্যে একজনের নাম মোবিন (২০)।

ভুক্তভোগী তরুণী বলেন, ঘুঘরাতলীতে রাত ১০টার দিকে মোবিনসহ দুজন তাঁদের গন্তব্যের কথা জানতে চান। তাঁদের সঙ্গে যোগ হয় মাস্ক পরা আরও তিনজন। সব শুনে মোবিন তাঁদের বলেন, ‘তোমরা পালায় যাচ্ছো কেন? তোমরা যদি বিয়ে করবা আমরা তোমাদের বিয়ে দেব। এখানে আমাদের সভাপতির ছেলে আছে, আমরা বিষয়টা ওনাকে জানাইছি। তোমরা চলো আমাদের সাথে। তাঁরা এই প্রস্তাবে রাজি না হলে মারধর শুরু করেন ওই তরুণেরা।

আরো পড়ুন :  নওগাঁয় স্বামীর দেয়া আগুনে দগ্ধ সেই ফজিলাতুন মারা গেছেন

একপর্যায়ে একটা ভ্যানে তুলে মুঠোফোন কেড়ে নেন। এরপর একটি নির্মাণাধীন ভবন এলাকায় নিয়ে যান। সেখানে তরুণকে অন্যত্র আটকে রেখে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। পরে তাঁকে ধানখেতে ফেলে রেখে চলে যান তাঁরা।
পরে ওই তরুণ ৯৯৯–এ ফোন করলে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ৪:২৬
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৪১