DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১৯শে জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে কারখানার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি

Astha Desk
জুন ২৬, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

টঙ্গীতে কারখানার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি

আস্থা ডেস্কঃ

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন বিসিক শিল্প এলাকায় ওয়াশিং কারখানার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির সহযোগী সংগঠনের দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (২৫ জুন) দুপুর ও সন্ধ্যায় দুই দফায় এ ঘটনা ঘটে। এতে শিল্প এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি কারখানায় অস্থায়ীভাবে কাজ বন্ধ রাখা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ‘‘ঢাকা ওয়াশিং প্ল্যান্ট-২’’ নামের একটি কারখানায় সংঘর্ষের সূত্রপাত।

ওই কারখানায় ওয়াশিং কার্যক্রম পরিচালনা করছিলেন যুবদল ও শ্রমিকদলের দুই নেতা। তারা হলো-মোঃ আবদুল কুদ্দুছ (৩৮) ও মোঃ শাকিল আহমেদ (৩২)। দুজনেই টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেনের অনুসারী।

অপরদিকে ছাত্রদল নেতা মোঃ আকাশ, (যিনি বিএনপি নেতা শাহনূর ইসলাম রনির অনুসারী হিসেবে পরিচিত) বুধবার সকাল ১১টার দিকে ২৫-৩০ জন সহযোগী নিয়ে কারখানায় প্রবেশ করেন। তারা কুদ্দুছ-শাকিল গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ড্রাই প্রসেস ইউনিটের কার্যক্রম জোরপূর্বক বন্ধ করে দেন এবং শ্রমিকদের বের করে দেন।

পরে কুদ্দুছ-শাকিলপন্থী নেতারা শ্রমিকদের ফিরিয়ে এনে পুনরায় কার্যক্রম চালু করেন। কিন্তু বিকেল ৬টার দিকে আবার উত্তেজনা ছড়ায়। আকাশ গ্রুপ দ্বিতীয় বারের মতো কারখানায় প্রবেশ করে শ্রমিকদের বের করে দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

স্থানীয়রা জানান, ওই সময় যুবদল নেতা দেলোয়ার হোসেন দেলো (সাবেক সাধারণ সম্পাদক, ৪৫ নম্বর ওয়ার্ড যুবদল) এর নেতৃত্বে কুদ্দুছ-শাকিলপন্থীরা বাঁশতলা রোডে অবস্থান নেয়। পরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রেরও ব্যবহার হয়। এসময় দেলোয়ার দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন কুদ্দুছ ও শাকিল। অভিযোগে তারা উল্লেখ করেন, ছাত্রদল নেতা আকাশ ও তার সহযোগীরা চাঁদার দাবিতে ওয়াশিং ইউনিটের কার্যক্রমে বারবার বাধা সৃষ্টি করছে এবং নিরাপত্তা পরিস্থিতিকে হুমকির মুখে ফেলছে।

আরো পড়ুন :  ফুলবাড়িয়ায় ভোগান্তির প্রতীক পলাশতলী গ্রামের রাস্তা

অভিযুক্তদের পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করলেও কেউ মন্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন,আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিসিক শিল্পনগরীর কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করা শর্তে অভিযোগ করে জানান, সম্প্রতি শিল্প এলাকায় একটি সংঘবদ্ধ চক্র চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। কেউ প্রতিবাদ করলেই হামলা-মামলা ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]