DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২১শে এপ্রিল ২০২৫
ঢাকাসোমবার ২১শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, সোমবার পর্যন্ত থাকবে সক্রিয়

Doinik Astha
মার্চ ২০, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

দেশের দিকে ধেয়ে আসছে একটি বৃষ্টিবলয়, যা বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সৃষ্টি করতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের পূর্বাভাসে জানায়, এই বৃষ্টিবলয় বৃহস্পতিবার দুপুরের পর থেকে আগামী সোমবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে।

বিডব্লিউওটি জানায়, এটি একটি বিচ্ছিন্ন বৃষ্টিবলয় হবে, যার ফলে পরিষ্কার আকাশে হঠাৎ মেঘ জমে, দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর ৫ থেকে ১০ মিনিট বজ্রপাতসহ বৃষ্টি হবে এবং পরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে।

এ সময় দেশের ৪০-৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে, তবে কিছু স্থানেই আকস্মিকভাবে ভারী বৃষ্টি হতে পারে। গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, তবে কিছু অঞ্চলে ৫০ মিলিমিটার বা এর বেশি বৃষ্টিও হতে পারে।

বিডব্লিউওটি আরো জানায়, বৃষ্টিবলয়ে সিলেট বিভাগের কিছু অংশে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। সিলেট ও খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে চট্টগ্রাম ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টিবলয়টি পশ্চিমবঙ্গ তথা কলকাতা অঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩