DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই অক্টোবর ২০২৪
ঢাকাবুধবার ১৬ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পুনমের ব্যাপারে নাকি মারাত্মক পজেসিভ স্যাম, দ্রুতই নিজের মেজাজ হারায় সে

News Editor
সেপ্টেম্বর ২৪, ২০২০ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডে ১০ দিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের কথা জানিয়েছিলেন। জানিয়েছিলেন, আগামী সাতটা জন্ম তার সঙ্গে কাটাতে চান তিনি। ১লা সেপ্টেম্বর বিয়ের পর্ব সেরেছিলেন তারা। যদিও সেই খবর প্রকাশ্যে আনেন ১০ সেপ্টেম্বর।

কিন্তু বিয়ের তিন সপ্তাহের মধ্যেই স্বামীর বিরুদ্ধেই যৌন নিগ্রহের অভিযোগ আনলেন বলিউডের বিতর্কিত নায়িকা পুনম পাণ্ডে। গোয়ায় হানিমুনে গিয়ে স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন পুনম। যার ভিত্তিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্রেফতার হয়েছিল তার স্বামী স্যাম বম্বেকে।

আরও পড়ুনঃ সঞ্জয় দত্তকে ছাড়াই কেজিএফ ২

হানিমুনে ঠিক কী ঘটেছিল পুনমের সঙ্গে? পুরো ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন এই নায়িকা।

পুনম জানিয়েছেন, স্যামের সঙ্গে তার সম্পর্কটা বরবারই হিংসায় ভরপুর থেকেছে। এবং বিয়ের পর সব ঠিক হয়ে যাবে এটা ভেবেই নাকি তিনি দ্রুত বিয়ের পর্ব সেরে নেন। পুনমের ব্যাপারে নাকি মারাত্মক পজেসিভ স্যাম, এবং দ্রুতই নিজের মেজাজ হারায় সে। সেই কারণেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন পুনম।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পুনম জানিয়েছেন, ‘স্যামের সঙ্গে আমার একটা কথা কাটাকাটি হয়, যা দ্রুতই মারাত্মক আকার নেয় এরপরই ও আমাকে মারতে শুরু করে। আমার গলা টিপে ধরে এবং আমার মনে হচ্ছিল আমার দমবন্ধ হয়ে মৃত্যু হয়ে যাবে। আমার মুখে ঘুসি মারে, চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায়, এরপর আমার খাটের কোণায় আমার মাথা ঠুকে দেয়। এতেও থামেনি! আমার শরীরের উপর হাঁটু গেড়ে বসে আমার উপর নির্যাতন চালায়’।

পুনম যোগ করেন কোনওরকম ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন তিনি। এরপর হোটেল কর্মীরা পুলিশকে ফোন করে, এবং পুলিশ এসে স্যামকে মাঝরাতে আটক করে। এই ঘটনা সোমবার মাঝরাতের।

পুনম বলেন, যে স্যাম তাকে একপ্রকার ‘পশুর মতো’ মারধর করেছে, সেই কারণে বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।

আরো পড়ুন :  জন্মদিনে সানি আজাদের নতুন ঘোষণা - পজিটিভ ঢাকা

পুনম বলেন, আমি তার কাছে ফিরে যাওয়ার পরিকল্পনাও করছি না। আমি মনে করি না এমন এক ব্যক্তির কাছে ফিরে আসা একটি স্মার্ট ধারণা, যে আপনাকে পশুর মতো মারধর করেছেন, পরিণতির কথা চিন্তা না করেই। আমাদের সম্পর্ক বাঁচানোর জন্য, আমি নিজের অনেক ক্ষতি করেছি। আমি আপত্তিজনক সম্পর্কে জড়িয়ে থাকার চেয়ে একা থাকাটাই শ্রেয় বলে মনে করি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গোয়ার এক আদালত জামিনে মুক্তি দেয় স্যাম বম্বেকে। ম্যাজিস্ট্রেট আদালতে ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন স্যাম। দু-বছর ধরে স্যাম বম্বের সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিলেন পুনম পাণ্ডে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিয়ের এবং বাগদানের সব ছবি মুছে দিয়েছেন স্যাম বম্বে। যদিও বরের সঙ্গে বিয়ের ছবি এখনও জ্বলজ্বল করছে পুনমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬