DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৯শে মে ২০২৩
ঢাকাসোমবার ২৯শে মে ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে শিশু ধর্ষণের মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

Online Incharge
মে ১৫, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে শিশু ধর্ষণের মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

 

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর এলাকা পশ্চিম হাসামদিয়া গ্রামের চার বছরের শিশু ধর্ষনকারী একই গ্রামের রকিবুল মিয়াকে ১০ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের রায় দিয়েছেন আদালত।

 

আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ফরিদপুরের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ হাফিজুর রহমান এ রায় দেন। এসময় আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

 

সরকার পক্ষের কৌশুলী (পিপি) এ্যাড. স্বপন পাল এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৯ সালের ২০ আগষ্ট পৌরসভার পশ্চিম হাসাম দিয়া গ্রামের ওবায়দুল মিয়ার কিশোর পুত্র রাকিবুল মিয়া প্রতিবেশী প্রবাসীর চার বছরের শিশু কন্যাকে ধর্ষন করে। এঘটনায় ২৯ নভেম্বর রকিবুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয়া হয়।

 

 

দীর্ঘ সময় ধরে শুনানী ও সাক্ষ্য প্রমান সাপেক্ষে আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং আসামীর বয়স ওই সময়ে ১৬ বছর (শিশু) হওয়ায় সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ডের রায় দেন বিচারক। মামলার রায়ে আদালতে ন্যায় বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন বাদী পরিবারের স্বজনরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১১:৫৯
  • ৪:৩৪
  • ৬:৪২
  • ৮:০৬
  • ৫:১২