বন্যা কবলিতদের মাঝে পানছডি ব্যাটালিয়ন (৩ বিজিবি) খাদ্য সামগ্রী বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক পানছড়ি ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ পানছড়ি বাজার এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় জনপ্রতি ১ প্যাকেট করে খাদ্য সামগ্রী (চিড়া, মুড়ি, গুড়, পানির বোতল, খাবার স্যালাইন, মোমবাতি এবং গ্যাস লাইট) বিতরণ করেন, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া পিএসসি।
উল্লেখ্য, ত্রাণ বিতরণ শেষে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।