DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আমার মা আমার পরম বন্ধু। 

News Editor
জুন ৭, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আমার মা আমার পরম বন্ধু।

বিশেষ বিনোদন প্রতিবেদন

মা একটি আশ্রয়ের নাম। এ এমন এক আশ্রয় যেখানে পৃথিবীর প্রতিটি সন্তান ঠাঁই পায় পরম স্নেহে অসীম মমতায়। আজ এমনই একটি মা’কে নিয়েই আস্থাশীল সংবাদের দৈনিক আস্থা’র প্রতিবেদন।

শ্রাবনী সায়ন্তনী, তরুণ কণ্ঠশিল্পী। অল্প বয়সেই ছড়িয়েছেন তার কন্ঠের জাদু। চ্যানেল আই সেরাকন্ঠের মাধ্যমে গানের ভুবনে আগমন তার।

অবশ্য সেই ছোটবেলা থেকেই শিখছেন গান। আসলে গান শেখার তো কোনো শেষ নেই। এ যে এক অনন্ত শিক্ষা জীবন। ইতোমধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে সংগীতে উচ্চ শিক্ষা নিতে গেছেন তিনি। শেষ নিশ্বাসের আগ মুহুর্ত পর্যন্ত গানে গানেই থাকতে চান তিনি। এটাই তার অনন্ত বাসানা।

 

তার এই পথচলায় যে মানুষটার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ সে মানুষটা তার মা। দৈনিক আস্থা’র বিনোদন প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন— আমার মা আমার কাছে পৃথিবীর সেরা মা৷ আমার মা-ই আমার সবচেয়ে বড় বন্ধু। সেই ছোটবেলা থেকে গান করছি, আমার মা বন্ধুর মতো আমার পাশে না থাকলে এই পথচলা কখনোই সম্ভব হতো না আমার জন্য। বিশেষ করে, আমি গানের কাজে যেখানেই যাই সেখানেই আমার মা সাথে যায়। কিছু কিছু প্রোগ্রামে সারা দিন চলে ফিরতে অনেক রাত হয়ে যায় কিন্তু মা একমুহূর্তের জন্য বিরক্ত হোন না৷ এমন মা ক’জন পায়? আমি গর্বিত এমন একজন মা পেয়ে। আমার পড়াশুনার জন্য এখন ইন্ডিয়া থাকতে হচ্ছে, আমার মাও আমার সাথে। এই কনসিডারেশনটুকু ক’জনে করে? আসলে আমার জীবনে মায়ের ভূমিকা বলে শেষ করতে পারবো না। বললে বা লিখলে পাতার পর পাতা বলা লেখা হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না৷ আমি চাই, সৃষ্টিকর্তা সারাজীবন আমার মাকে আমার পাশে রাখুক, মাকে ভালো রাখুক। এটাই আমার চাওয়া। আর কিছুই চাইবার নেই সৃষ্টিকর্তার কাছে।

 

দৈনিক আস্থা’র সকল কলাকুশলীর পক্ষ থেকে শ্রাবনী সায়ন্তির মা ও পৃথিবীর প্রতিটি মায়ের জন্য পরম শ্রদ্ধা ও ভালোবাসা। জয় হোক পৃথিবীর প্রতিটি মায়ের। মায়ের মমতায় ভরে উঠুক পৃথিবীর প্রতিটি সন্তানের বুক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭