DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৯শে এপ্রিল ২০২৪
ঢাকাশুক্রবার ১৯শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঈদে শাড়ী না পেয়ে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টারঃ
মে ৪, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঈদে শাড়ী না পেয়ে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

 

স্টাফ রিপোর্টারঃ

 

নওগাঁর সাপাহারে ঈদে নতুন শাড়ী কাপড় ও গরুর মাংস কেনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মাধ্যে কলহের জের ধরে স্বামীর উপর অভিমান করে স্ত্রী কুলসুম বেগম (২০) নামের এক গৃহ বধু আত্মহত্যা করার সংবাদ পাওয়া গেছে।

 

আত্মহত্যাকারী ওই গৃহবধু উপজেলার ভাতকাড়া মোড়ে বসবাসকারী হানিফ আলীর স্ত্রী ও মালিপুর গ্রামের জিয়ারউদ্দীন এর মেয়ে বলে জানা গেছে।

 

নিহত কুলসুমের স্বামীর দেয়া ভাষ্য মতে অভাবী সংসারে ঈদের জন্য স্ত্রীকে একটি নতুন শাড়ী ও গরুর মাংস কিনে দিতে না পারায় ঈদের রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এরই জের ধরে গত মঙ্গলবার দিবাগত রাত ৯’টার দিকে স্ত্রী কুলসুম ১৩মাস বয়সী সন্তানকে ঘুমিয়ে রেখে স্বামীর অজান্তে গলায় ওড়না পেচিয়ে ঘরের মধ্যে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তার স্বামী হানিফ আলী জানতে পেরে ঝুলন্ত ফাঁস হতে স্ত্রীর লাশ নামিয়ে চৌকির মধ্যে শোয়ায়ে রেখে শশুড়বাড়ীতে সংবাদ দেয়। এর পর তার শশুর বাড়ীর লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরদিন বুধবার সকালে সাপাহার থানার ওসি (তদন্ত) আলমাহমুদ ও এসআই জিন্নাতুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন ও ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

 

এদিকে কুলসুম বেগমের বাবার বাড়ীর লোকজন সহ এলাকাবাসীর মুখে মুখে এটি পরিকল্পিত হত্যাকান্ড নাকী আত্মহত্যা তা নিয়ে এলাকায় বেশ গুনঞ্জন শোনা যাচ্ছে।

 

 

এ বিষয়ে সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান, লাশটি উদ্ধার করে প্রাথমিকভাবে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ও ঘটনার তদন্ত স্বাপেক্ষেসঠিক রহস্য জানা যাবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭