DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৯শে এপ্রিল ২০২৪
ঢাকাশুক্রবার ১৯শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ক্ষমা চাইলেন হ্যাজার্ড

DoinikAstha
মে ৭, ২০২১ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :দলের গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো অবদান রাখতে পারেননি এইডেন হ্যাজার্ড। উল্টো চেলসির বিপক্ষে হারের পর প্রতিপক্ষ খেলোয়াড়দের হাসি-ঠাট্টায় মাতেন তিনি। রিয়াল মাদ্রিদ তারতার এমন কাণ্ড দেখে অবাক ভক্তরা। মুহূর্তের মধ্যে এটা নিয়ে সমালোচনা শুরু হয়। তোপের মুখে পড়ে ঘটনাটির জন্য ক্ষমা চেয়েছেন হ্যাজার্ড।

গত বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। এর আগে প্রথম লেগে রিয়ালের মাঠে ১-১ গোলে ড্র করেছিল চেলসি। মোট দুই লেগ মিলে ৩-১ গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকেট পেল ইংলিশ লিগের দলটি।  গেলবারের মতো শূন্য হাতে বিদায় নিতে হয় রিয়ালকে।

রিয়ালের হারের ম্যাচের পর সাবেক চেলসির সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টায় সময় কাটান হ্যাজার্ড। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্প্যানিশ পরিত্রকাগুলোও হ্যাজার্ডকে সমালোচনা করে।

এমন তোপের মুখে পড়ে এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করে হ্যাজার্ড বলেছেন, ‘আমি দুঃখিত। আমাকে নিয়ে আজকে অনেক অনেক মতামত আমি পড়েছি এবং রিয়াল মাদ্রিদ সমর্থকদের আহত করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমার সবসময়ের স্বপ্ন ছিল রিয়ালের হয়ে খেলা এবং আমি এখানে জিততে এসেছি। মৌসুম এখনও শেষ হয়নি, একসঙ্গে লা লিগার জন্য লড়ে যেতে হবে আমাদের।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭