DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

গোলে ডর্টমুন্ডকে জেতালেন হল্যান্ড

DoinikAstha
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ৬:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :

সেভিয়াকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বরুশিয়া ডর্টমুন্ড। এদিন জোড়া গোল করেন আর্লিং হলান্ড।

বুধবার রাতে সুসোর গোলে সেভিয়া এগিয়ে যাওয়ার পর সমতা টানেন মাহমুদ দাহুদ। হলান্ডের জোড়া গোলের পর ব্যবধান কমান লুক ডি ইয়ং।

সেভিয়া সপ্তম মিনিটেই এগিয়ে যায়। ডি-বক্সের বাইরে থেকে সুসোর শটে বল ডর্টমুন্ডের ডিফেন্ডার ম্যাটস হামেলসের পায়ে লেগে জালে জড়ায়।

জবাব দিতে বেশি সময় লাগেনি সফরকারীদের। ১৯তম মিনিটে অসাধারণ এক গোলে সমতা ফেরান দাহুদ।

সতীর্থের গোলে অবদান রাখা হলান্ড ২৭তম মিনিটে দারুণ নৈপুণ্যে এগিয়ে নেন দলকে। বিরতির আগে তিনিই আবার ব্যবধান বাড়ান। মার্কো রয়েসের পাস ছয় গজ বক্সের সামনে পেয়ে বাঁ পায়ের শটে ৪৩তম মিনিটে জাল খুঁজে নেন।

ডর্টমুন্ডের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচে এটি হলান্ডের দশম গোল। এই প্রতিযোগিতায় কোনো এক দলের হয়ে যা দ্রুততম ১০ গোলের রেকর্ড। আগের রেকর্ড ছিল বায়ার্ন মিউনিখের সাবেক ফরোয়ার্ড রয় মাকায়ের। তার লেগেছিল ১০ ম্যাচ।

সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৩ ম্যাচে হলান্ডের গোল হলো ১৮টি।

নির্ধারিত সময়ের ছয় মিনিট বাকি থাকতে ব্যবধান কমান ডি ইয়ং। বাকিটা সময় ডর্টমুন্ড নিরাপদে পার করে দিলে সেভিয়ার আর সমতায় ফেরা হয়নি।

ডর্টমুন্ডের মাঠে আগামী ৯ মার্চ ফিরতি লেগে আবারও মুখোমুখি হবে দল দুটি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭