DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৯শে এপ্রিল ২০২৪
ঢাকাশুক্রবার ১৯শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঘরের মাঠেই ২৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান

DoinikAstha
জানুয়ারি ২৬, ২০২১ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ

ঘরের মাঠেই পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়। দক্ষিণ আফ্রিকাকে করাচি টেস্টের প্রথম ইনিংসে ২২০ রানে অলআউট করে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছে স্বাগতিকরা।দলীয় ৫ রানে ফেরেন পাকিস্তানের ওপেনার আবিদ আলী। এরপর ১০ রানের ব্যবধানে উইকেট হারান অন্য ওপেনার ইমরান বাট।

দলের এমন ব্যাটিং বিপর্যয়ে খেলতে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক বাবর আজম। চোট কাটিয়ে দলে ফিরে ব্যর্থ পাকিস্তানের এই সময়ের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। আফ্রিকান পেসার কেশব মাজহারের গতির বলে এলবিডব্লিউ হন বাবর। দিনের শেষ মুহূর্তে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে আউট পেস বোলার শাহীন শাহ আফ্রিদি। ২৭ রানে ৪ উইকেট হারিয়ে মহা বিপদে পাকিস্তান।

আরও পড়ুন:মেসিকে ছাড়িয়ে গেলেন লুইস সুয়ারেজ

প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৩ রান। এখনও ১৮৭ রানে পিছিয়ে স্বাগতিকরা।মঙ্গলবার করাচি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া আফ্রিকা অলআউট  হয়েছে ২২০ রানে।
১৪ বছর পর পাকিস্তান সফরে গিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে বড় স্কোর গড়তে পারেনি কুইন্টন ডি ককের নেতৃত্বাধীন দলটি। আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার ডিন এলগার। এছাড়া ৩৫ রান করেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা জর্জ লিন্ডে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন লেগ স্পিনার ইয়াসির শাহ। এছাড়া দুটি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও করাচি টেস্টে ৩৪ বছর বয়সে অভিষেক হওয়া অফস্পিনার নোমান আলী।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭