DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জোড়া গোলে বার্সেলোনার জয়

DoinikAstha
এপ্রিল ২৬, ২০২১ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :

স্প্যানিশ লা লিগায় রোববার আন্তোনিও গ্রিজমানের জোড়া গোলে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ জুড়ে আধিপত্য বজায় রেখে ২-১ গোলে জিতেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। এই জয়ে কাতালান ক্লাবটির শিরোপা জয়ের স্বপ্ন আরেকটু বাড়লো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। ১৫তম মিনিটে বার্সা মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের শট প্রায় গোলপোস্টে ঢুকে যাচ্ছিল। তবে বলটি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ভিয়ারিয়াল গোলকিপার সার্জিও অ্যাজেনজো।

খেলার ধারার বিপরীতে ২৬ মিনিটে ঘরের মাঠে নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামুয়েল কুয়েজ্জার গোলে লিড পায় ভিয়ারিয়াল। অবশ্য সেই লিড বেশিক্ষণ স্থায়ী হতে দেননি গ্রিজমান। দুই মিনিট পরই অস্কার মিনগুয়েজার কাছ থেকে বল পেয়ে লম্বা দৌড়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের আলতো টোকায় বল জালে জড়ান তিনি।

মিনিট ছয়েক পরেই ভিয়ারিয়ালের আর্জেন্টাইন লেফটব্যাক হুয়ান ফয়েথের ভুল পাস ডি-বক্সের সামনে পেয়ে যান গ্রিজম্যান। এবারও সুযোগ কাজে লাগাতে ভুল করেননি গ্রিজি। ফলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫ মিনিটে সরাসরি স্লাইডিং ট্যাকেলে মেসিকে ফাউল করায় লাল কার্ড দেখেন স্প্যানিশ মিডফিল্ডার মানু তিগেরস। দশের জনের দল হয়ে যাওয়ার পর খোলসে ঢুকে যায় ভিয়ারিয়াল। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সেলোনার।

এই জয়ে এক ম্যাচ কম খেলে (৩২ ম্যাচ) সমান ৭১ পয়েন্ট নিয়ে হেড টু হেডে পিঁছিয়ে থেকে রিয়াল মাদ্রিদের পরে লিগ টেবিলের তিন নম্বরে থাকলো বার্সেলোনা। শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩