DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নবাবগঞ্জে এন মল্লিক পরিবহনের বিরুদ্ধে মানববন্ধন; বাস চলাচল বন্ধ

DoinikAstha
মার্চ ৮, ২০২১ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শরীফ হাসান দোহার প্রতিনিধিঃ

বান্দুরা-ঢাকা সড়কে বেসরকারি যাত্রীবাহী বাস এন মল্লিক পরিবহণ থেকে গতকাল এক প্রতিবন্ধী নারী যাত্রীকে বাস থেকে ছুঁড়ে ফেলে আহত করার প্রতিবাদে আজ সোমবার নবাবগঞ্জে মানববন্ধন করা হয়েছে। দুপুরে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের প্রধান সড়কে দাড়িয়ে এ মানববন্ধন করা হয়। দোহার-নবাবগঞ্জ সর্ব সাধারণ জনগনের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এই মানববন্ধনে নেতৃত্বে দেন সাবেক ছাত্রলীগ নেতা নাহিদুল হুদা সাজু।

 

মানববন্ধনে বক্তারা জানান, গতকাল রোববার সকালে কেরানীগঞ্জের কোনাখোলা থেকে এক বাকপ্রতিবন্ধী নারী যাত্রী এন মল্লিক পরিবহনে উঠেন। তিনি ভাড়া দিতে না পারায় হেলপার-সুপারভাইজার মিলে রুহিতপুর এলাকায় ঐ নারীকে বাস থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে ওই নারী মারাত্মকভাবে আহত হন। এঘটনার একটি ভিডিও ফেইসবুকে ভাইরাল হলে তীব্র প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠে। এ বিষয় টি নিয়ে বিভিন্ন প্রতিকায় সংবাদ প্রকাশ করা হয়।

 

মানববন্ধনকারীরা বান্দুরা-ঢাকা রোডে যাত্রীবাহী বাস মালিকদের উদ্দেশ্যে বলেন, বান্দুরা-ঢাকা সড়ক রোডের বাস মালিকরা যাত্রীদের মানুষ মনে করুণ। আপনারা জনগণের সেবা দিতে এসেছেন। তাই সেবা দিন, তা না হলে খুব শিগগির আপনাদেরকে সাধারন জনগন প্রতিহত করবে।

 

এই মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক উমর ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা তাসদীদ আহমেদ, মনোয়ার মৃধা জনি, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা, দোহার-নবাবগঞ্জ কলেজের ছাত্রলীগের সভাপতি দীপ্ত দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক শেখ নাহিদুল আলম নাদিম সহ কলেজ পড়য়া ছাত্র-ছাত্রীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭