DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৩শে এপ্রিল ২০২৪
ঢাকামঙ্গলবার ২৩শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু ১ জনমে ৫০ জনমের কাজ করেছেন: আইজিপি

DoinikAstha
মার্চ ২৫, ২০২২ ১২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের পাঠ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন বাঙালি জাতির জন্য। একজনমে তিনি পঞ্চাশ জনমের কাজ করে গেছেন।

তিনি বলেন, একজন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বহু বছর ধরে বাঙালি জাতিসত্তা নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা ও অপমানের শিকার হয়েছে। জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন জেলের অভ্যন্তরে।

বৃহস্পতিবার (২৪ মার্চ)আইজিপি বলেন, বাঙালির ইতিহাসের দিকে তাকিয়ে যদি আমরা প্রশ্ন করি, কেন আমরা ৫০০ কিংবা ২০০ বছর আগে স্বাধীন হয়নি। এর উত্তর একটিই। কারণ, সে সময় আমাদের সঙ্গে একজন বঙ্গবন্ধু ছিলেন না। সেজন্য এ জাতিকে হাজার বছর ধরে অপেক্ষা করতে হয়েছে, প্রার্থনা করতে হয়েছে। অবশেষে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটি পতাকা, স্বাধীন দেশ এবং অখণ্ড মানচিত্র উপহার দিয়েছেন।

তিনি বলেন, ৫০ বছর আগেও আমরা ছোটবেলায় দেখেছি এদেশের মানুষ ক্ষুদাকে মনে করতো নিয়তি। চৈত্র মাসেও সারাদেশে নীরব দুর্ভিক্ষ হতো। আমি নিজে সেই নীরব দুর্ভিক্ষ দেখেছি, তখন আমি চতুর্থ শ্রেণিতে পড়ি। তখন তিনবেলা মানুষ খাবে তা কেউই প্রত্যাশা করতো না। রোগে চিকিৎসা তা কেউ কল্পনাও করতো না। বড়জোর ঝাড়ফুঁক, তাবিজ-কবজ ও পানি পড়াতেই ছিল রোগের চিকিৎসা।

এ প্রসঙ্গে আইজিপি বলেন, আজকে আমরা কোথায় এসেছি। শুধুমাত্র একজন মানুষের জন্য। বাংলাদেশের মানুষের ত্রাণকর্তা, মুক্তিদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতিকে বুঝতে হবে তার (বঙ্গবন্ধুর) এ সেক্রিফাইসটা কত বড় সেক্রিফাইস। তা উপলব্ধি না করলে জাতি হিসেবে সহসাই সামনে যাওয়া আমাদের জন্য দুষ্কর হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩