DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বেতন পাচ্ছেন না জামাল ভূঁইয়া

DoinikAstha
জানুয়ারি ৩০, ২০২১ ৭:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশের ক্লাব সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড ছেড়ে বর্তমানে কলকাতা মোহামেডানে খেলছেন জামাল ভূঁইয়া। জাতীয় দলের এই অধিনায়কের সময়টা সেখানে ভালো যাচ্ছে না। প্রতিশ্রুত মাসিক বেতন না পাওয়ায় তার মতো দলের খেলোয়াড়রা হতাশ হয়ে পড়েছেন। একদিন অনুশীলনও বয়কট করেছেন তারা। পরে যদিও টিম ম্যানেজমেন্টের আশ্বাসে আবারও ফিরেছেন অনুশীলনে; কিন্তু যে লক্ষ্য নিয়ে দেশের বাইরে টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন তার খুব বেশি পূরণ হচ্ছে না।

মাঠের পারফরম্যান্স যেমন তেমন মাঠের বাইরেও নানা সমস্যায় রয়েছেন। মাসে সাত হাজার মার্কিন ডলার বেতনে কলকাতা মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন জামাল। এরই মধ্যে আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে তিনটি ম্যাচও খেলেন তিনি। তিন ম্যাচ খেললেও ক্লাব থেকে নাকি এখনো কোনো টাকা পাননি জামাল। শুধু জামাল একা নন, কলকাতা মোহামেডানের সঙ্গে চুক্তির আওতায় থাকা অন্য ফুটবলাররাও নাকি এখনো কোনো অর্থ পাননি। পারিশ্রমিক না পাওয়ায় একদিন অনুশীলন বয়কট করে পরদিন আবারও অনুশীলনে ফেরেন ফুটবলাররা।

এ বিষয়ে কলকাতা মোহামেডানের সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম বলেন, ‘আমরা স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পরই দেশি-বিদেশিদের মিলিয়ে ভালো দল গঠন করি। শুরুতে কিছুটা সমস্যা হয়েছিল। এখন সেগুলো অনেকটা কাটিয়ে উঠছি। শিগগিরই ফুটবলারদের সম্মানী পরিশোধ করা হবে।’

জামাল ভূঁইয়ার সঙ্গে কলকাতা মোহামেডানের চুক্তির মেয়াদ আগামী এপ্রিল পর্যন্ত। মূলত বাংলাদেশের সাইফ স্পোর্টিং ক্লাব থেকে কলকাতা মোহামেডানে তিনি যোগ দিয়েছেন ধারে। ২০১৯ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের পর থেকেই জামালের ওপর কলকাতা মোহামেডানের নজর ছিল। তাদের আগ্রহের ভিত্তিতেই সেপ্টেম্বরে কলকাতা মোহামেডানের সঙ্গে চুক্তি করেন দেশের অন্যতম সেরা এই ফুটবলার।

জানা যায়, পেশাদার লিগের করোনা-পরবর্তী পারিশ্রমিক নীতিমালায় অসন্তুষ্ট ছিলেন জামাল। পাশাপাশি একই সময়ে কলকাতা মোহামেডানের প্রস্তাবে রাজি হয়ে যান তিনি। বেশি সম্মানীর আশায় গেলেও এখন পর্যন্ত বিনা পারিশ্রমিকেই খেলতে হচ্ছে তাকে! বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফুটবলারদের পারিশ্রমিকের ব্যাপারে রয়েছে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। শেষ পর্যন্ত যদি চুক্তিকৃত পুরো সম্মানী না পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো ফিফার দ্বারস্থও হতে হবে জামালকে।

মাত্র ১৪ বছর বয়সে ভারতের সবচেয়ে বড় ক্লাব এফসি কোপেনহেগেনের যুব দলে যোগ দেন জামাল। দুই বছর পর ক্লাব যখন তাকে সিনিয়রদের দলে নিতে উদ্যোগী হয়েছে, তখনই ঘটে ট্র্যাজেডির ঘটনা। স্কুল থেকে বাসায় ফেরার পথে ক্রসফায়ারে পড়ে চারটি গুলি লাগে তার শরীরে। একটি ডান কনুইয়ে। অপরটি হৃদযন্ত্রের দুই সেন্টিমিটার নিচে। দুটি গুলি লাগে পাঁজরে। এরপর দু’দিন কোমায় ছিলেন। জ্ঞান ফেরার পর হাসপাতালে থাকতে হয়েছে আরও তিন মাস। ১২টি অস্ত্রোপচার করা হয় তার শরীরে। সাত মাস লেগেছিল উঠে দাঁড়াতে। সেই জামাল এখন দেশের ফুটবলের পোস্টারবয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮