DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১৮ই এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ব্যালন ডি’অর নিয়ে মাথা ঘামান না নেইমার

DoinikAstha
এপ্রিল ২৮, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

গত আসরে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফাইনালে হেরে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছিল প্যারিস সেন্ট জামের্ইকে (পিএসজি)। ফরাসি জায়ান্টরা আবারও ফাইনালে যাওয়ার পথে। এবার সেমিফাইনালে তাদের সামনে বাধা ম্যানচেস্টার সিটি। বুধবার দিবাগত রাতে শেষ চারের প্রথম লেগে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে সিটিজেনদের আতিথেয়তা দেবে ফরাসি চ্যাম্পিয়নরা

এবার কি অধরা চ্যাম্পিয়নস লিগ ছুঁয়ে দেখতে পারবে পিএসজি? তা সময় বলে দেবে। তবে প্যারিসের সবচেয়ে বড় তারকা নেইমার অঙ্গীকারবদ্ধ, ফরাসি জায়ান্টদের মাথায় ইউরোপ সেরার মুকুট মাথায় পরাতে।

সেই সঙ্গে কি নিজের হাত ব্যালন ডি’অর জয়ে রাঙাতে পারবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড? ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসির পাশাপাশি বিশ্বের সেরা ফুটবলার হিসেবে যার নাম উঠে আসে, তিনি নেইমার। কিন্তু ব্রাজিলিয়ান সুপারস্টারের হাতে একবারও ওঠেনি ইউরোপের বর্ষসেরা ফুটবলারের শিরোপা।

অবশ্য এসব নিয়ে ভাবেনও না নেইমার। পার্ক দে প্রিন্সেসের যুবরাজ খেলার আনন্দে যেন খেলে যেতে পারলেই বাঁচেন। সিটির বিপক্ষে লড়াইয়ে নামার আগে এক সংবাদ সম্মেলনে তার উদ্দেশ্যই সামনে আনলেন নেইমার, ‘পিএসজি যেভাবে এই মৌসুমে খেলছে তাতে আমি খুশি। এমনকি আমি ব্যালন ডি’অর নিয়েও মাথা ঘামাই না। এটা এমন কিছু নয় যে, ভাবতে হবে। অনেক আগে থেকে এসব নিয়ে চিন্তা আমি বাদ দিয়েছি।’

পিএসজির প্রাণভোমরা আরও বলেন, ‘আমি সত্যি, এসব কেয়ার করি না। আমি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। এটাই আমার জীবন-ক্যারিয়ার পাল্টে দেবে। যখন বুড়ো হবো, তখন পেছনে ফিরে তাকিয়ে দেখব, আমি এক, দুই, তিন বা তারও বেশি চ্যাম্পিয়নস লিগ জিতেছি। এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়।’

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭