DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মুহূর্তের গোলে হার এড়ালো আবাহনী

DoinikAstha
ফেব্রুয়ারি ৯, ২০২১ ৪:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্বল দলগুলোর একটি উত্তর বারিধারা। এমন দলের বিপক্ষে জয়ের আশা নিয়েই মাঠে নেমেছিল চট্টগ্রাম আবাহনী। তবে ম্যাচের শেষদিকে উল্টো হারের শঙ্কায় ছিলেন দেশের অভিজ্ঞ কোচ মারুফুল হক। শেষ মুহূর্তের গোলে হাঁফ ছেড়ে বেঁচেছেন তিনি, এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী।

বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি উত্তর বারিধারা। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল তারাই। ফলে লিগে দলটির প্রথম জয় প্রায় হাতের মুঠোয় চলে এসেছিল।

তবে ৭৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা তরুণ মিডফিল্ডার কাওসার আলী রাব্বি শেষ মুহূর্তে সব হিসেব নিকেশ পাল্টে দেন। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে চট্টগ্রাম আবাহনীর পক্ষে সমতাসূচক গোল করেন তিনি।

ম্যাচের শুরু ও শেষটা ছিল চট্টগ্রাম আবাহনীর। মাঝে দাপট দেখিয়েছে উত্তর বারিধারা। ৪০ মিনিটে ব্রাজিলিয়ান নিক্সনের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। এরপর ৫৬ মিনিটে জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা উত্তর বারিধারাকে সমতায় ফেরান।

ম্যাচের ৭৪ মিনিটে মিডফিল্ডার আরিফ হোসেন গোল করলে ২-১ ব্যবধানে লিড নেয় উত্তর বারিধারা। কিন্তু এগিয়ে থাকাটা কাজে লাগাতে পারেনি তারা।

ড্র করায় ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে এখনো জয়ের মুখ না দেখা উত্তর বারিধারা ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তলানীতে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩