DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রংপুরের ৫৪ হাজার ৭শ পরিবারের মাঝে আর্থিক সহায়তার করলেন জেলা প্রশাসক

DoinikAstha
মে ৮, ২০২১ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃরংপুরের পীরগাছায় ৫৪ হাজার ৭শ পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ (আর্থিক) সহায়তা প্রদানের উদ্বোধন করা হয়েছে। আজ ৮ মে শনিবার সকালে উপজেলার পারুল ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে এ কর্মসুচীর উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

এসময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামসুল আরেফীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, পীরগাছা থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, ওসি তদন্ত শাহিনুর রহমান, পারুল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খাঁন, ইউপি সচিব মোস্তাক আহম্মেদ প্রমুখ।

পরে জেলা প্রশাসক আসিব আহসান পীরগাছা সদর ইউনিয়নে অনুরুপ কর্মসুচীর উদ্বোধন করেন। এসময় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, ইউপি সচিব সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ জানান, এ উপজেলায় মোট ৫৪ হাজার ৭শ ৩জনকে ভিজিএফ (আর্থিক) সহায়তার আওতায় আনা হয়েছে।

এর মধ্যে কল্যাণী ইউনিয়নে ৪ হাজার ৬শ জন, পারুল ইউনিয়নে ৬ হাজার ৮শ জন, ইটাকুমারী ইউনিয়নে ৪ হাজার ৫শ ৫০ জন, অন্নদানগর ইউনিয়নে ৫ হাজার ৪শ জন, ছাওলা ইউনিয়নে ৭ হাজার ৩শ জন, তাম্বুলপুর ইউনিয়নে ৭ হাজার ২শ ৮০ জন, পীরগাছা সদর ইউনিয়নে ৮ হাজার ২৩ জন, কৈকুড়ী ইউনিয়নে ৬ হাজার জন এবং কান্দি ইউনিয়নে ৪ হাজার ৭শ ৫০ জন পরিবার রয়েছে। প্রত্যেক পরিবারকে নগদ ৪৫০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এসব সহায়তা প্রদান কালে সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮