DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৯শে এপ্রিল ২০২৪
ঢাকাশুক্রবার ১৯শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সূচকের পতনের দিনে লেনদেন ২ হাজার কোটি টাকা

DoinikAstha
জুন ৭, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

সূচকের পতনের দিনে লেনদেন ২ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্কঃ শেষ ঘণ্টায় ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির চাপে দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ জুন) দেশের পুঁজিবাজারে সূচকে দরপতন হয়েছে।

এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও। এর ফলে বৃহস্পতিবার (৩ জুন) বাজেট ঘোষণার পর রোব ও সোমবার টানা দুদিন পুঁজিবাজারে দরপতন হলো।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার সকাল ১০টায় দিনের লেনদেন শুরু হয়। ব্যাংক-বিমা খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে লেনদেনের প্রথম পৌনে এক ঘণ্টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হয়। এ দুটি খাতের বিনিয়োগাকারীদের শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচকের উঠানামা। যা অব্যাহত ছিল দুপুর ১টা পর্যন্ত। এরপর বিভিন্ন গুজবকে কেন্দ্র করে শুরু হয় আরও বেশি শেয়ার বিক্রি। আর সেই শেয়ার বিক্রি চাপে বড় দরপতনের মধ্যদিয়ে দিনের লেনদেন শেষ হয়।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৬২ পয়েন্ট। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ২০০ পয়েন্ট। তাতে বিনিয়োগকারীরে মধ্যে পুঁজিবাজার নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

ডিএসইর তথ্য মতে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে মোট ৩৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৮টির, কমেছে ২৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।

বেশির ভাগ শেয়ারের দাম কমায় এদিন আগের দিনের তুলনায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২ দশমিক ৩৯ পয়েন্ট কমে পাঁচ হাজার ৯৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১ হাজার ২৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৭ দশমিক ৪২ পয়েন্ট কমে ২ হাজার ১৯৫ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর বেশি লেনদেন হয়েছে লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ারের। ক্রমান্বয়ে রয়েছে ফরচুন সু, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সাইফপাওয়ার লুব-রেফ, ইফাদ অটোস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল এবং রিং সাইন লিমিটেড।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩০৭ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৬টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন হয়েছে ৯০ কোটি ৬৭ লাখ ১৪ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৫৯ কোটি ৮৪ লাখ৬৮ হাজার টাকা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭