লালমনিরহাটে সাংবাদিক রণজিৎ-কে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ
রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট সদর উপজেলায় সাংবাদিক রণজিৎ কুমারকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামে ডা. দিনেশ চন্দ্রের বাড়িতে এমন ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়,গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সার্বজনীন রাধা গোবিন্দ দূর্গা মন্দিরে “অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান” দেখার জন্য সাংবাদিক রণজিৎ কুমার যান৷ অনুষ্ঠানে দুপুর ১২ টায় উপস্থিত না হওয়ার কারণে একই এলাকার ডা.দিনেশ চন্দ্র এবং তার দুই ছেলে দিলীপ কুমার এবং প্রদীপ কুমার সাংবাদিক রণজিৎকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এছাড়াও অনুষ্ঠানে ৫০০০ টাজা চাঁদা না দেয়ার কারণে রণজিৎকে গাছের সাথে বেঁধে রাখার হুমকি দেয়।
রণজিৎ কুমার চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ডা.দিনেশের নেতৃত্বে তার দুই পুত্র দিলীপ ও প্রদীপ কুমার সাংবাদিক রণজিৎ এর শার্টের কলার ধরে ২৪ ঘন্টার মধ্যে চাঁদার টাকা দেয়ার আল্টিমেটাম দেয় ও চর-থাপ্পর মেরে তাদের বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ রণজিৎ এর আত্ম চিৎকারে এলাকার স্থানীয়রা এগিয়ে এসে রণজিৎ কুমারকে উদ্ধার করে। এ সময় ডা.দিনেশ চন্দ্রসহ তার দুই ছেলে বলে চাঁদার টাকা না দিলে হাত-পা ভেঙে দেব।
এমতাবস্থায় সাংবাদিক রণজিৎ কুমার নিরুপায় হয়ে ২৮ ফেব্রুয়ারি লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ সাংবাদিক রণজিৎ কুমার দৈনিক আলোকিত সকাল পত্রিকার লালমনিরহাট জেলার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।