নলছিটিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
- আপডেট সময় : ০২:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১০৬৯ বার পড়া হয়েছে
নলছিটিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ
“ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এই প্রতিপাদ্য ধারণ করে সারাদেশের ন্যায় ঝালকাঠির নলছিটিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতি সহ সরকারি কর্ককর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশে ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন করা হয়। এ আইন প্রয়োগের মাধ্যমে ভোক্তা স্বার্থ তদারকিতে একই বছর গঠন করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে আইনটি বাস্তবায়নের জন্য এ পর্যন্ত পাঁচটি বিধিমালা ও প্রবিধান তৈরি হয়েছে।
[irp]


















