শিরোনাম:
বাফুফে নির্বাচনে সালাউদ্দিন প্যানেলের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন
News Editor
- আপডেট সময় : ১২:১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১১০৫ বার পড়া হয়েছে
বাফুফে নির্বাচনকে সামনে রেখে “দূর্নীতিবাজ হটাও, ফুটবল বাঁচাও” শ্লোগানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন বরিশালের ফুটবল প্রেমীরা।
বুধবার বিকাল ৪ টায় নগরীর টাউন হলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, টানা ১২ বছর ধরে বাফুফের সভাপতি পদে আছেন কাজী সালাউদ্দিন। এক যুগের নেতৃত্বাধীন প্যানেলের কার্যক্রম মূল্যায়নে বাংলাদেশের ফুটবল প্রতিনিয়ত ধ্বংসের দিকে যাচ্ছে। ফুটবলপ্রেমীদের অভিযােগ, কাজী সালাউদ্দিন দেশের ফুটবল উন্নয়নে কোন কাজ করছেন না। তাই আসন্ন বাফুফে নির্বাচনকে ঘিরে সালাউদ্দিন বিরোধী আন্দোলনে নেমেছেন তারা।
ইমতিয়াজ আহমেদ শাফিন, ইসতিয়াক আহমেদ তুনান, রাতুল,আরেফিন, পারভেজ, সাকিব, রিমনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল,কলেজের ছাত্ররা মানববন্ধনে উপস্থিত ছিলেন ।


























