DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

কোটা সংস্কার দাবিতে ঢাবি, বুয়েটের পর এবার রাজপথে ঢামেক শিক্ষার্থীরা

Doinik Astha
জুলাই ১৫, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটের পর এবার রাজপথে নেমেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধেনে অংশ নেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘কোটা দিয়ে কামলা নয়, মেধা দিয়ে আমলা চাই’, ‘নারী যেখানে অনন্যা, কোটা সেখানে অবমাননা’, ‘দফা এক দাবি এক, কোটা নট কামব্যাক’, ‘একাত্তরের সন্তানেরা গর্জে ওঠো আরেকবার’ লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কোটা একটি অভিশাপ। স্বাধীনতার ৫৩ বছর পরও ৫৬ শতাংশ কোটা একটি অনায্য ব্যবস্থাপনার ফল। আমরা চাই সরকার কোটা সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসুক।

এসময় তারা সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানান। ছাত্রজনতাকে উত্তেজিত করে তার পরিণতি কখনোই ভালো হয়নি বলেও হুঁশিয়ারি দেন তারা।

এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে ফিরে যান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]