পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাকে বহন করা উড়োজাহাজটি দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে।
সোমবার (৫ আগস্ট) বিকেলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তবর্তী জাতীয় সরকার গঠনের কথা জানিয়েছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এরপরই আজ রাত ৮টার দিকে জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করার কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা টেলিভিশন চ্যানেলের এক লাইভ অনুষ্ঠানে জানান, রাত ৮টায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।