DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৩শে এপ্রিল ২০২৪
ঢাকামঙ্গলবার ২৩শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গায় জুয়া খেলার অভিযোগে আটক-৭, টাকা উদ্ধার

Abdullah
জানুয়ারি ২৪, ২০২৩ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

আলমডাঙ্গায় জুয়া খেলার অভিযোগে আটক-৭, টাকা উদ্ধার

 

 

আলমডাঙ্গা প্রতিনিধিঃ

 

আলমডাঙ্গার এরশাদপুর গ্রাম থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে এরশাদপুরের শরিফুল ইসলামেন বাড়িতে জুয়া খেলার অভিযোগে পুলিশ তাদের আটক করে। এ সময় নদগ টাকা ও জুয়ার সরঞ্জামাদি তাস উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের মৃত ছকিম উদ্দিনের ছেলে শরিফুল ইসলামের বাড়িতে জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নির্দেশে ইন্সপেক্টর (অপারেশন) ইকরামুল হোসাইন এর নেতৃত্বে এসআই (নিঃ) দেবাশিষ মহলদার, সঙ্গীয় অফিসার ফোর্সসহ ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন।

 

এ সময় পুলিশ শরিফুল ইসলাম (৩৫), একই গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে সাজু বিশ্বাস (৩৭), মৃত শাহাদত হোসেনের ছেলে রাজিব আহম্মেদ ওরফে শিমুল (৩২), আলফা উদ্দিনের ছেলে রাশেদ (৪৫), আতিয়ার রহমানের ছেলে টুকু (৫০), মৃত খবির উদ্দিনের ছেলে কুদ্দুস (৫০), মৃত বাবুর আলীর ছেলে আইনুদ্দিন (৫৮)কে আটক করে। অভিযানকালে পুলিশ তাদের জোয়ার আসর থেকে নগদ ২হাজার ২ শ’ ৮০ টাকা ও ০২ সেট তাস উদ্ধার করে।

 

 

এ বিষয়ে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, যেখানেই অপরাধ সেখানেই আইনের শক্ত অবস্থান, সমাজে অপরাধী যত শক্তিশালী হোক না কেন কোন শক্তির কাছেই হার মানবে না পুলিশ প্রশাসন। আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতজন জোয়ারীকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়েছে, এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩