DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৭ই এপ্রিল ২০২৪
ঢাকাবুধবার ১৭ই এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

করোনার বিধিনিষেধ তুলে নিল সৌদি আরব

DoinikAstha
মার্চ ৬, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

আস্থা ডেস্কঃ সৌদি আরবে সামাজিক দূরত্ব মানা এবং বাইরে মাস্ক পরিধানে বাধ্যবাধকতা আর থাকছে না। করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে দেশটি। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ঘোষণা শনিবার ৫ মার্চ থেকে কার্যকর হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সৌদি গেজেট।

সৌদি আরবের প্রধান দুই পবিত্র মসজিদ মক্কা ও মদিনার পাশাপাশি দেশটির অন্যান্য মসজিদেও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না। খোলা জায়গায় মাস্ক পরার বাধ্যকতা তুলে নেওয়া হলেও, বাড়ির ভেতরে মাস্ক পরা আবশ্যক।

নতুন ঘোষণায় অনুযায়ী, এখন থেকে খোলা জায়গায় অনুষ্ঠান আয়োজন করা যাবে। যাত্রীদের কোয়ারেন্টিনে থাকতে হবে না। বিদেশি যাত্রীরা দেশটিতে প্রবেশের পর করোনার পিসিআর পরীক্ষার নিয়মও প্রত্যাহার করা হয়েছে।

এদিক ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় সৌদি সরকার। নতুন নিয়মে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, লেসোথু, এস্বাতীনি, মোজাম্বিক ও এশিয়ার আফগানিস্তানসহ ১৭ দেশের নাগরিকরা সরাসরি ভ্রমণ করতে পারবেন সৌদিতে। এদিকে সৌদি টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭